আসাদগেইট এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে এ দুর্ঘটনাটি ঘটেছে।
Published : 17 Jan 2025, 12:32 PM
অসুস্থ সন্তানকে নিয়ে সিএনজি চালিত অটোরিকশায় চেপে হাসপাতালে যাচ্ছিলেন ব্যবসায়ী আদম আলীসহ তার পরিবারের কয়েকজন। রাজধানীর আসাদগেইট এলাকায় অন্য আরেকটি গাড়ির ধাক্কায় ওই অটোরিকশাটি উল্টে মারা গেছেন আদম আলী, আহত হয়েছেন অসুস্থ ছেলেসহ পরিচারের আরো চারজন।
আসাদগেইট এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে এ দুর্ঘটনাটি ঘটে ঢাকা বলে মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন।
অটোরিকশায় ৫৫ বছর বয়সী আদম আলী এবং তার ১৬ বছর বয়সী অসুস্থ ছেলে সাকির ছাড়াও ছিলেন, আদম আলীর জামাতা শাখাওয়াত হোসেন (৩৫), ভাতিজা নবী হোসেন (৫০) ও চালক; তাদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় মুক্তা রামপুরে।
পরিদর্শক ফারুক বলেছেন, আদম আলীদের আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল।
“সেখান থেকে গুরুতর আহত অবস্থঅয় আদম আলীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এনে ভর্তি করা হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় তিনি শুক্রবার ভোর সাড়ে ৪টায় মারা গেছেন।”
আহদের মধ্যে দুইজন পঙ্গু হাসপাতালে ও একজন সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এছাড়া অটোরিকশার চালককেও হাসপাতালে নেওয়া হয়েছে।
আর আদম আলীর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন পরিদর্শক ফারুক।
আদম আলীর আরেক ভাতিজা মাসুম বলেছেন তার চাচা কাপড়ের ব্যাবসা করতেন। আদমের ছেলে সাকিব বেশ কিছুদিন ধরে অসুস্থা থাকায় তাকে ডাক্তার দেখানোর জন্য তারা ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকায় মিরপুরের ১ নম্বরে এক আত্মীয়ের বাসায় এসে উঠেছিলেন।
দুর্ঘটনার দিন সাকিবকে ধানমন্ডি ২ নম্বর সড়কের পপুলার হাসপাতালে ডাক্তার দেখানো হয়েছিল।
মাসুম বলেন, “সাকিবের কিছু পরীক্ষা-নিরীক্ষা পপুলারে করানো হয়, আরেকটি পরীক্ষা কল্যাণপুরের ইবনেসিনা হাসপাতালে করার কথা ছিল। তাই ধানমন্ডি থেকে তারা অটোরিকশায় করে কল্যাণপুরে রওনা দেয়। আসাদগেইট এলাকায় পৌঁছালে পেছন থেকে অজ্ঞাত একটি গাড়ি তাদের অটোরিকশাকে ধাক্কা দিলে, তাদের গাড়িটি সড়কে ছিটকে পড়ে উল্টে যায়।”