গত ২২ অক্টোবর থেকে পদটি থাকা ছিল
Published : 10 Nov 2024, 09:28 PM
অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মহিউদ্দিনকে পদন্নোতি দিয়ে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে নতুন এই সিদ্ধান্ত জানানো হয়েছে।
এর আগে খাদ্য মন্ত্রণালয়ের সচিব ইসমাইল হোসেনকে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব করা হয়েছিল। কিন্তু প্রশাসনে তার বিরোধীতা থাকায় গত ২২ অক্টোবর ইসমাইল হোসেনকে চাকরির ২৫ বছর পূর্ণ হওয়ায় বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।
তখন থেকে পদটি ফাঁকা ছিল।