গোয়েন্দা কর্মকর্তা রাজীব আল মাসুদ বলেন, বেআইনি সমাবেশ, ভাংচুর, হাঙ্গামার ঘটনায় গত ২১ জুলাই পল্টন থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
Published : 02 Aug 2023, 04:16 PM
বেআইনি সমাবেশ, ভাঙচুর, হাঙ্গামার ঘটনায় পল্টন থানার এক মামলায় ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এই মামলায় তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদনও করা হয়েছে।
ডিবির মতিঝিল বিভাগের উপ কমিশনার (গোয়েন্দা) রাজীব আল মাসুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বুধবার সাতদিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।”
মঙ্গলবার রাত ২টায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের বাসায় অভিযান চালিয়ে বিএন ইয়ামিন মোল্লাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ বলছে, পল্টনে গণঅধিকার পরিষদের কার্যালয় নিয়ে বিরোধ এবং হাঙ্গামার জের ধরে পল্টন থানায় একটি মামলা হয়। মামলায় বিন ইয়ামিন মোল্লা এজাহারভুক্ত আসামি।
নুরের বাসা থেকে ছাত্র অধিকার পরিষদের সভাপতিকে আটকের খবর
গোয়েন্দা কর্মকর্তা রাজীব আল মাসুদ বলেন, বেআইনি সমাবেশ, ভাংচুর, হাঙ্গামার ঘটনায় গত ২১ জুলাই পল্টন থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
“নুরের হাতিঝিলের বাসায় বিন ইয়ামিন মোল্লা অবস্থান করছে জানতে পেরে আমরা সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করি।”
এর আগে ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব বলেছিলেন, নুরুল হক নুরের হাতিরঝিলের বাসার তালা ভেঙে ভেতরে ঢুকে ইয়ামিন মোল্লাকে ‘তুলে নিয়ে যায়’ গোয়েন্দা পুলিশ।
তারা ওই বাসার ‘সিসি ক্যামেরা ও হার্ডডিস্কও’ নিয়ে যায়।
গণঅধিকার পরিষদের সদস্য সচিব রাশেদ খান জানিয়েছিলেন, বিন ইয়ামিন মোল্লাকে গ্রেপ্তারের আগে তার বাবা রফিকুল মোল্লা এবং ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসানকে আটক করা হয়েছিল। ইয়ামিনকে গ্রেপ্তারের পর ভোরে তাদের ছেড়ে দেওয়া হয়।
এদিকে ডিবির অভিযানের সময় নুর সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে অভিযোগ করেন, কোনো অনুমতি ছাড়াই ‘তারা’ (ডিবি) গভীর রাতে দরজা ভেঙে বাসায় ঢুকেছে। সকালে আসতে বলা হলেও সেটা তারা মানেনি।
অভিযানের সময় তোর ছোট দুই বাচ্চা ‘ট্রমায় পড়েছে’ বলেও জানান নুর।