ঢাকার মোহাম্মদপুরে এসএফএক্স গ্রিনহেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের ছাদ থেকে পড়ে এক ছাত্রের মৃত্যুর কথা জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে স্কুল ভবনের চারতলা থেকে পড়ে ‘এ’ লেভেল পড়ুয়া ১৭ বছর বয়সী ওই শিক্ষার্থীর মৃত্যু হয়।
মোহাম্মদপুর থানার ওসি আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা সোয়া ২টা থেকে আড়াইটার মধ্যে এ ঘটনা ঘটে।
“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লাফ দিয়ে পড়ে সে আত্মহত্যা করেছে। ছাত্রটির সাথে তার মায়ের নানা বিষয়ে মনোমালিন্য হত। এ কারণে আত্মহত্যা করে থাকতে পারে বলে পরিবারের সদস্যরাও মনে করছেন।”
তবে কেউ তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে কি না, সে বিষয়টিও তদন্ত করে দেখা হবে বলে এক প্রশ্নের জবাবে জানান পুলিশের এ কর্মকর্তা।
রাজধানীর পুর্ব রাজাবাজারে তাদের বাসা উল্লেখ করে পুলিশ জানায়, স্কুল থেকে তার লাশ উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।