এ ঘটনায় কেউ হতাহত হননি বলে জানিয়েছে পুলিশ।
Published : 29 Oct 2023, 12:50 PM
বিএনপি-জামায়াতের হরতালের মধ্যে রাজধানীর বিজয়নগরের ফারস হোটেল অ্যান্ড রিসোর্টের সামনের সড়কে বোমাবাজি হয়েছে।
শাহবাগ থানার পরিদর্শক (পেট্রোল) সরদার মোহাম্মদ বুলবুল আহমেদ জানান, রোববার বেলা ১১টার দিকে সেখানে সড়কের ওপর বিকট শব্দে বিস্ফোরণ হয়।
“ককটেল জাতীয় কিছুর বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে মনে হচ্ছে। কেউ সেখানে হতাহত হননি।”
বিএনপির সকাল-সন্ধ্যা হরতালেও বিজয়নগর সড়কের পশ্চিম পাশে ফুটপাতের কিছু দোকান খোলা ছিল।
শ্রমভবনের সামনে এক নারী বলেন, “অনেক জোরে শব্দ হয়েছে। তবে কেউ আহত হয়নি।”