বাংলাদেশে ২০০১ সালে একটি বেসরকারি হাসপাতালে প্রথম টেস্টটিউব শিশুর জন্ম হয়।
Published : 28 Jan 2024, 10:29 AM
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে টেস্ট টিউব পদ্ধতির মাধ্যমে একটি শিশুর জন্ম হয়েছে, যা বাংলাদেশের সরকারি হাসপাতালগুলোর মধ্যে প্রথম।
ওই শিশু এখন ভালো আছে জানিয়ে ঢাকা মেডিকেলের গাইনি বিভাগের অধ্যাপক ডা. ফাতেমা রহমান বলেন, “দুই সপ্তাহ আগে একটি শিশুর জন্ম হয়েছে টেস্ট টিউব পদ্ধতিতে। এটা নিয়ে আমরা একটা প্রোগ্রাম করার প্ল্যান করেছি। তখন সবাইকে এ বিষয়ে বলব ইনশাআল্লাহ।”
বাংলাদেশে ২০০১ সালে একটি বেসরকারি হাসপাতালে প্রথম টেস্টটিউব শিশুর জন্ম হয়। এরপর আরও কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠানে এ পদ্ধতিতে শিশুর জন্ম হয়েছে। সরকারি প্রতিষ্ঠানের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেই এ ধরনের কোনো শিশুর জন্ম এই প্রথম।
দেহের বাইরে কোনো গবেষণাগারে একটি টেস্টটিউব বা কাঁচের পাত্রে সন্তান জন্মদানে অক্ষম দম্পতির দেহ থেকে নেওয়া শুক্রাণু ও ডিম্বাণুর মিলন ঘটানো হয়। এই নিষিক্ত ডিম্বাণুকে মায়ের জরায়ুতে সঠিকভাবে স্থাপন করে সন্তান উৎপাদনের এ প্রক্রিয়াকে ‘ইনভিট্রো ফার্টিলাইজেশন’ বলে। এ প্রক্রিয়ায় জন্ম নেওয়া শিশু টেস্ট টিউব বেবি নামে প্রচলিত।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)