বিজ্ঞপ্তিতে বলা হয়, “রোববারের মধ্যে এই অর্থ স্ব-স্ব দপ্তর প্রধানের মাধ্যমে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টার কাছে প্রদানের নির্দেশনা প্রদান করা হয়েছে।”
Published : 24 Aug 2024, 02:08 PM
দেশের ১১ জেলার বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়।
সরকারের এই মন্ত্রণালয়ের আওতাধীন সব দপ্তর ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতন বন্যার্তদের জন্য অনুদান দেওয়ার নির্দেশনা দিয়েছেন উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।
মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তি বলছে, শনিবার এই নির্দেশনা দিয়েছেন নাহিদ; যা রোববারের মধ্যে বাস্তবায়নের কথা বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “রোববারের মধ্যে এই অর্থ স্ব-স্ব দপ্তর প্রধানের মাধ্যমে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টার কাছে প্রদানের নির্দেশনা প্রদান করা হয়েছে। পরবর্তীতে উত্তোলিত অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদান করা হবে।”
এর আগে গত বুধবার ভারতের ত্রিপুরা থেকে ফেনী, কুমিল্লার দিকে ধেয়ে আসে প্রবল স্রোতধারা। কয়েক ঘণ্টার মধ্যে তলিয়ে যায় বিস্তীর্ণ জনপদ। পরে এই বন্যা চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, লক্ষ্মীপুর, নোয়াখালীসহ দেশের ১১টি জেলায় ছড়িয়ে পড়ে।
এই বন্যার জন্য ভারতের ভূমিকা দায়ি করে এর আগে নাহিদ বলেছেন, কোনো ধরনের আগাম সতর্কতা ও প্রস্তুতি নেওয়ার সুযোগ না দিয়ে ভারত এই বাঁধ খুলে দিয়ে ‘অমানবিকতার পরিচয় দিয়েছে’ ।
এই উপদেষ্টার ভাষ্য, দেশের চলমান বন্যা পরিস্থিতি মোকাবেলায় অন্তর্বর্তী সরকার জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, এসব জেলার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ৪৯ লাখ ৩৮ হাজার মানুষ।
আবহাওয়া সংস্থাগুলোর বরাত দিয়ে এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় পূর্বাঞ্চলীয় কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও ফেনীর সীমান্ত সংলগ্ন এলাকায় এবং ভারতের ত্রিপুরায় উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়নি এবং উজানের নদ-নদীর পানি কমার প্রবণতা অব্যাহত আছে।