হত্যাকাণ্ডের স্থানে পুষ্পার্ঘ্য অর্পণ ও আলোক প্রজ্বালন করা হয়।
Published : 27 Feb 2025, 12:09 AM
আলোচনা সভা, গান ও প্রদীপ প্রজ্জ্বালনের মধ্য দিয়ে বিজ্ঞান চিন্তক ও মুক্তমনা লেখক অভিজিৎ রায়কে স্মরণ করেছে উদীচী শিল্পী গোষ্ঠীর একাংশ।
এসময় অভিজিৎ হত্যাকারীদের কঠোর শাস্তিও দাবি করা হয়েছে বলে সংগঠনের একাংশের সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
অভিজিতের মৃত্যুর দিন স্মরণ করে বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সোহরাওয়ার্দী উদ্যানের গেইটের পাশে যেখানে তাকে হত্যা করা সেই জায়গাতে শ্রদ্ধা নিবেদন ও প্রতিবাদী সমাবেশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হত্যাকাণ্ডের স্থানে পুষ্পার্ঘ্য অর্পণ ও আলোক প্রজ্বালন করা হয়। এর আগে আলোচনা ও গান পরিবেশিত হয়।
২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি বইমেলা থেকে বের হওয়ার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সোহরাওয়ার্দী উদ্যানের গেইটের পাশে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় বিজ্ঞান ও মুক্তমনা লেখক অভিজিৎ রায়কে।
অনুষ্ঠানের আলোচনা পর্বে সভাপতিত্ব করেন হাবিবুল আলম। আলোচনা করেন জামসেদ আনোয়ার তপন, আরিফ নূর, বাকী বিল্লাহ, সৈকত আমিন, মেঘমল্লার বসু, লিটন নন্দী, মুক্তা বাড়ই, সাজিদুল হক নিশান ও একরাম হোসেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, "অভিজিৎ রায়সহ বিভিন্ন সময় হত্যাকাণ্ডের শিকার সকল মুক্তমনা লেখক ও চিন্তকগণের হত্যার পুনঃতদন্ত ও হত্যাকারীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে সংগঠিত এ সকল হত্যাকাণ্ডের পেছনের মূল কুশীলবদের চিহ্নিত করে তাদের প্রকাশ্যে এনে বিচারের সম্মুখীন করতে হবে।”
আলোচনা শেষে প্রতিবাদী সংগীত পরিবেশন করেন শিল্পীরা। আনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইকবালুল হক খান।