“দেশে কোনো প্রভাব পড়ার সম্ভাবনা নেই,” বলছেন আবহাওয়াবিদ বজলুর রশিদ।
Published : 08 Dec 2024, 12:44 PM
দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
তবে এটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা নেই বলে জানিয়েছেন আবাহওয়াবিদ বজলুর রশিদ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সৃষ্ট লঘুচাপটি ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা নেই। এটা হয়ত নিম্নচাপে রূপ নিতে পারে।”
আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, লঘুচাপটির বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ ভারতের বিহার এবং এর আশপাশে অবস্থান করছে।
আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, “সৃষ্ট লঘুচাপটি ভারতের তামিল নাডুর দিকে চলে যেতে পারে। এতে করে দেশে কোনো প্রভাব পড়ার সম্ভাবনা নেই। বৃষ্টিপাতেরও সম্ভাবনা নেই।”
এর আগে গেল নভেম্বরের শেষভাগে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ঘূর্ণিঝড় ‘ফেইনজাল’-এ রূপ নেয়। সেটির প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলসহ সারাদেশেই সামান্য বৃষ্টিপাত হয়েছিল।
জেঁকে বসছে শীত
পৌষের আরও সপ্তাহখানেক বাকি থাকতেই সারাদেশে জেঁকে বসছে শীত; দেশের উত্তরাঞ্চলে তাপমাত্রার পারদ ক্রমাগত নামছে।
ঢাকাতেও গত দুইদিন ধরে সন্ধ্যার পর ঠাণ্ডা বাতাস, শীত অনুভূত হচ্ছে। রাতের বেলা আরাম পেতে গায়ে জড়িয়ে নিতে হচ্ছে কাঁথা বা পাতলা কম্বল।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী, গেল ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা নথিবদ্ধ হয়েছে নওগাঁর বদলগাছীতে। সেখানে তাপমাত্রার পারদ নেমেছে ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে। আগেরদিন সেখানে তাপমাত্রা ছিল ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমের সর্বনিম্ন।
বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের উচ্চ পর্যবেক্ষক মিজানুর রহমান বলেন, “ঘন কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাস বয়ে যাওয়ায় তাপমাত্রা নিম্নমুখি হতে শুরু করেছে। তাপমাত্রার ব্যবধান কমে যাওয়ায় তীব্র শীত অনুভূত হচ্ছে।”
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, কোনো অঞ্চলে তাপমাত্রা ৮ দশমিক ১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে সেখানে মৃদু শৈত্যপ্রবাহ চলছে বলে ধরা হয়। তাপমাত্রা ৬ দশমিক ১ থেকে ৮ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি, ৪ দশমিক ১ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তীব্র এবং ৪ ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে নামলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ হিসাবে ধরা করা হয়।
শীতে কাঁবু উত্তরাঞ্চলের রাজশাহীতে সর্বনিম্ন ১১ দশমিক ২, সিরাজগঞ্জের বাঘাবড়ীতে ১১ দশমিক ৪, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১১ দশমিক ৫, পাবনার ইশ্বরদীতে ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নথিবদ্ধ করেছে আবহাওয়া অধিদপ্তর।
গেল ২৪ ঘণ্টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারের টেকনাফে, ৩০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।