হোটেলের সিসি ক্যামেরার ভিডিও, মোবাইল ফোনের কল লিস্ট ধরে তাকে শনাক্ত করার কথা জানিয়েছে র্যাব।
Published : 11 Aug 2022, 11:30 PM
ঢাকার পান্থপথের এক আবাসিক হোটেল থেকে এক নারী চিকিৎসকের গলাকাটা লাশ উদ্ধারের ঘটনায় একজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র্যাব।
মো. রেজাউল করিম নামের ৩৫ বছর বয়সী ওই ব্যক্তিকে বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয় বলে র্যাবের এক বার্তায় জানানো হয়।
বুধবার সকালে ওই নারী চিকিৎসককে স্ত্রী হিসেবে পরিচয় দিয়ে ঢাকার পান্থপথের ‘ফ্যামিলি সার্ভিস অ্যাপার্টমেন্ট’ হোটেলর একটি কক্ষে উঠেছিলেন রেজাউল।
দুপুরের দিকে তিনি ঘরে তালা দিয়ে বেরিয়ে যাওয়ার পর রাতে ওই কক্ষ থেকে ২৭ বছর বয়সী ওই তরুণীর গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ।
ঢাকার হোটেলে নারী চিকিৎসককে গলা কেটে হত্যা
মগবাজারের কমিউনিটি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস করে ঢাকা মেডিকেল কলেজে গাইনি বিষয়ে একটি কোর্সে করছিলেন ওই চিকিৎসক।
ওই ঘটনায় রেজাউলকে আসামি করে মামলা করেছে মেয়েটির পরিবার। তারা গোপনে বিয়ে করে থাকতে পারেন বলে পুলিশের ধারণা।
র্যাব বলছে, হোটেলের সিসি ক্যামেরার ভিডিও, মোবাইল ফোনের কল লিস্ট ধরে অনুসন্ধান চালিয়ে তারা রেজাউলকে গ্রেপ্তার করেছে।
তাকে বিমানে করে ঢাকায় আনা হচ্ছে জানিয়ে র্যাব-২ এর অপারেশন অফিসার এএসপি ফজলুল হক বলেন, শুক্রবার সংবাদ সম্মেলন করে তারা বিস্তারিত তথ্য প্রকাশ করবেন।