গণ আন্দোলনের মধ্যে পরিবর্তিত পরিস্থিতিতে দেশের হাল ধরতে এদিন দুপুরেই ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে দেশে ফেরেন মুহাম্মদ ইউনূস।
Published : 09 Aug 2024, 12:39 AM
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েই আন্দোলনে আহতদের খোঁজখবর নিতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গেলেন মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে তিনি হাসপাতালে যান। সেখানে চিকিৎসাধীনদের সঙ্গে কথা বলেন এবং শারীরিক অবস্থা জানতে চান।
সেখানে কিছুক্ষণ থাকার পর নতুন এই সরকারপ্রধান বেরিয়ে যান। যাবার সময় সংবাদকর্মীরা অপেক্ষায় থাকলেও তিনি কোনো কথা বলেননি।
প্রবল গণ আন্দোলনে বাংলাদেশে ক্ষমতার পালাবদলের মধ্যে অন্তর্বর্তীকালীন নতুন সরকারের দায়িত্ব দেন নোবেলজয়ী অর্থনীতিবিদ। এ যাত্রায় উপদেষ্টা হিসেবে তার সঙ্গে থাকছেন আরও ১৬ জন।
সবকিছু সম্ভব করে তোলা ‘তরুণদের দেখানো পথে’ বাংলাদেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন ইউনূস।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বৃহস্পতিবার রাত সোয়া ৯টার পর অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যদের শপথবাক্য পাঠ করান।
গণ আন্দোলনের মধ্যে পরিবর্তিত পরিস্থিতিতে দেশের হাল ধরতে এদিন দুপুরেই ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে দেশে ফেরেন মুহাম্মদ ইউনূস। দীর্ঘ ভ্রমণের ক্লান্তির পরও তিনি রাতেই শপথ নিতে বঙ্গভবনে আসেন।