ঢাকার মহানগর হাকিম এম এ আজহারুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।
Published : 19 Feb 2025, 03:34 PM
গণআন্দোলনের সময় ও তার আগে হত্যা এবং হত্যাচেষ্টার মামলায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১০ জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে পেয়েছে পুলিশ।
এছাড়া দুটি হত্যা মামলায় সাবেক দুই মন্ত্রী-প্রতিমন্ত্রীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
বুধবার ঢাকার মহানগর হাকিম এম এ আজহারুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।
রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী ফারুক খান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার, সাবেক পুলিশ সুপার (এসপি) তানভীর সালেহীন ইমন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশি, সংগঠনটির নেতা কাউসার ও রমজান।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) ওমর ফারুক ফারুকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য দিয়েছেন।
২০২৪ সালের ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ধরা পড়েন দেড় দশক টানা ক্ষমতায় থাকা শেখ হাসিনা সরকারের সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রী, এমপি ও দলটির বেশ কয়েকজন নেতা।
সরকারি কৌঁসুলি ওমর ফারুক বলেন, ২০১৫ সালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনায় মতিঝিল থানা করা হত্যাচেষ্টার মামলায় ফারুক খান, ইনু ও মেননের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
তিনি বলেন, আন্দোলনের সময় উত্তরায় ন্যাশনাল ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলেজের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাহিন হত্যা মামলায় আনিসুলকেও একই মেয়াদে রিমান্ডে পেয়েছে পুলিশ।
মিরপুর মডেল থানা করা আনোয়ার হোসেন পাটোয়ারী হত্যা মামলায় কামাল আহমেদ মজুমদার ও পল্টন থানায় করা যুবদল নেতা শামীম হত্যা মামলায় দীপঙ্কর তালুকদারের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে বলে তুলে ধরেন এই সরকারি কৌসুলি।
তিনি বলেন, নিউমার্কেট থানার আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় তানভীর সালেহীন ইমনের সাত দিন এবং নিশি, কাউসার ও রমজানের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
এছাড়া ধানমন্ডি থানার একটি হত্যা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও পল্টন থানার আরেকটি হত্যা মামলায় সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে গ্রেপ্তার দেখানোর কথা বলেছেন সরকারি কৌঁসুলি।
সাবেক এই মন্ত্রী-প্রতিমন্ত্রীদের মধ্যে দীপঙ্কর তালিকুদারকে গত ১০ ফেব্রুয়ারি ঢাকার সোবহানবাগ থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন যুবদল নেতা শামীম মোল্লা হত্যা মামলায় তার সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়।
তবে প্রয়োজনীয় নথি না থাকায় সেদিন তাকে কারাগারে পাঠানো হয়। বুধবার শুনানি নিয়ে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপি ডাকা মহাসমাবেশ ঘিরে সহিংসতায় নিহত হন শামীম। ক্ষমতার পালাবদলের পর ২০২৪ সালের ১৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় শামীমকে হত্যার অভিযোগে মামলা করা হয়।