তাদের কয়েকজনের গায়ে ‘র্যাব’ লেখা জ্যাকেট ছিল। অন্যরা নিজেদের ম্যাজিস্ট্রেট এবং ছাত্র পরিচয় দেয়।
Published : 27 Mar 2025, 01:06 AM
রাজধানীর ধানমন্ডিতে এক স্বর্ণ ব্যবসায়ীর বাসায় ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ বলছে, বুধবার ভোরে ২০-২২ জন ডাকাতের একটি দল ধানমন্ডি আট নম্বর রোডে ‘অলঙ্কার নিকেতন' নামের এক গয়নার দোকানের মালিক এম এ হান্নান আজাদের বাসায় ঢোকে। তাদের কয়েকজনের গায়ে ‘র্যাব’ লেখা জ্যাকেট ছিল। অন্যরা নিজেদের ম্যাজিস্ট্রেট এবং ছাত্র পরিচয় দেয়।
ধানমন্ডি থানার ওসি ক্যশৈনু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাড়ির মালিকের সন্দেহ হলে তিনি জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন দেন।
"ফোন পেয়ে পুলিশ গিয়ে ওই বাসা ঘিরে ফেলে এবং স্থানীয় জনগণের সহায়তায় চারজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।"
অন্যরা পালিয়ে যায় জানিয়ে তিনি বলেন, ডাকাত দলের সদস্যদের ধরতে গিয়ে পুলিশের তিনজন আহত হয়েছেন।
যারা গ্রেপ্তার হয়েছে তারা হলেন– ফরহাদ বীন মোশারফ (৩৩), ইয়াছিন হাসান (২২), মোবাশ্বের আহাম্মেদ (২৩) ও ওয়াকিল মাহমুদ (২৬)।
"যারা পালিয়ে গেছে, তারা স্বর্ণ ব্যবসায়ীর স্ত্রীর কিছু ব্যবহৃত গয়না এবং নগদ টাকা নিয়ে গেছে বলে অভিযোগ পেয়েছি আমরা।"
ওই ঘটনার সিসিটিভি ভিডিও জোগাড় করা হয়েছে এবং তাদের মধ্যে অনেককে চেনা গেছে জানিয়ে ওসি বলেন, “বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
গ্রেপ্তার চারজনকে আদালতে পাঠিয়ে পুলিশের পক্ষ থেকে সাত দিনের রিমান্ডে চাওয়া হলে আদালত বৃহস্পতিবার শুনানির দিন রেখেছে।