দৌড়ের নিবন্ধন বাবদ পাওয়া অর্থ সমাজ সেবা অধিদপ্তরের মাধ্যমে ঢাকা মেডিকেলের ক্যান্সার বিভাগকে দেওয়া হয়েছে।
Published : 07 Feb 2025, 04:32 PM
ক্যান্সার নিয়ে সচেতনতা বাড়াতে সপ্তমবারের মত দৌড়ের আয়োজন করার কথা জানিয়েছে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ ভক্তদের সংগঠন ‘হিমু পরিবহণ’।
শুক্রবার এ আয়োজনে ক্যান্সার সারভাইভার, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার চার শতাধিক মানুষ অংশগ্রহণ করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, সকাল ৮টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হওয়া দৌড় ঢাকা বিশ্ববিদ্যালেয়ের বিভিন্ন সড়ক অতিক্রম করে ফের শহীদ মিনারে গিয়ে শেষ হয়। দৌড় শেষে অংশগ্রহণকারীদের সনদপত্র দেওয়া হয়।
বিকন ফার্মাসিটিকলস ও হেলথ কেয়ার ফার্মাসিটিকেলসের সহযোগিতায় এ দৌড় আয়োজনের কথা জানিয়েছে হিমু পরিবহণ। দৌড়ের নিবন্ধন বাবদ পাওয়া অর্থ সমাজ সেবা অধিদপ্তরের মাধ্যমে ঢাকা মেডিকেলের ক্যান্সার বিভাগকে দেওয়া হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
অনুষ্ঠানে হুমায়ূন আহমেদের ছোট ভাই, কার্টুনিস্ট ও উন্মাদ সম্পাদক আহসান হাবিব বলেন, “ক্যান্সার সচেতনতার বিকল্প নেই। স্বাস্থ্যকর খাদ্যভাস ও শরীরচর্চা করতে হবে। দৌড় হতে পারে খুবই ভালো শারীরিক ব্যায়াম।”
এভারেস্টজয়ী নিশাত মজুমদার ও এম এ মুহিত, মিউজিশিয়ান ও ট্রাভেলার কনক আদিত্য, গণস্বাস্থ্য ক্যান্সার হাসপাতালের চিকিৎসক হাবিবুল্লাহ তালুকদার রাসকিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুমিত আল রশিদ, ভূপর্যটক এলিহা বিনতে এলাহি, ‘আয়রনম্যান’ আরাফাত হোসেন উপস্থিত ছিলেন।