নিত্যপণ্যের গাড়ি চলাচলে এ বিধিনিষেধ থাকছে না।
Published : 23 Mar 2025, 09:55 AM
রোজার ঈদ ঘিরে আগামী ২৫ মার্চ থেকে চারদিন এবং ঈদের পরে তিনদিন মহাসড়কে ট্রাক, কভার্ড ভ্যান বন্ধ থাকবে। তবে এ সময় নিত্যপণ্যবাহী যান চলাচল করতে পারবে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সহকারী সচিব জসিম উদ্দিনের স্বাক্ষরিত সম্প্রতি এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, রোজার ঈদ উপলক্ষ্যে সড়ক মহাসড়ক, সেতু ও রেলপথে যাত্রীদের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে গত ৯ মার্চ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে বিদ্যুৎ ভবনে সভা হয়। ওই সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, “আসন্ন ঈদ উপলক্ষে আগামী ২৫ হতে ২৮ মার্চ, ২০২৫ পর্যন্ত এবং ঈদ পরবর্তী ৩ দিন মহাসড়কে ট্রাক, কভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ রাখা হবে। তবে নিত্য প্রয়োজনীয় খাদ্য-দ্রব্য, পঁচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ঔষধ, সার এবং জ্বালানি বহনকারী যানবাহনসমূহ এর আওতামুক্ত রাখতে হবে। বিষয়টি বিআরটিএ কর্তৃক বিজ্ঞপ্তির মাধ্যমে সকলকে অবহিত করতে হবে।"
ওই প্রজ্ঞাপনের অনুলিপি, বিআরটিএর চেয়ারম্যান, দেশের সব জেলা প্রশাসক ও পুলিশ সুপার, হাইওয়ে পুলিশ, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ ট্রাক-কভার্ডভ্যান মালিক সমিতি, বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ কভার্ড ভ্যান-ট্রাক-প্রাইম মুভার পণ্য পরিবহন মালিক অ্যাসোসিয়েশনকে পাঠানো হয়েছে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩১ মার্চ রোজার ঈদ সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পরিচালক (রোড সেফটি) শীতাংশু শেখর বিশ্বাস রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মন্ত্রণালয়ের এমন একটা নির্দেশনা আছে। ওই নির্দেশনার ভিত্তিতে আমরাও একটা বিজ্ঞপ্তি দেব।”