‘ভারতের স্বার্থে পরিচালিত’ বিভিন্ন প্রকল্পের কার্যক্রম স্থগিতেরও আহ্বান জানিয়েছেন তিনি।
Published : 03 Dec 2024, 10:47 PM
ভারতের সঙ্গে ‘আওয়ামী লীগ সরকারের করা গোপন চুক্তি’ প্রকাশ করা উচিত বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।
‘ভারতের স্বার্থে পরিচালিত’ বিভিন্ন প্রকল্পের কার্যক্রম স্থগিতেরও আহ্বান জানিয়েছেন তিনি।
আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও ভাঙচুরের পরদিন মঙ্গলবার সন্ধ্যায় নিজের ফেইসবুক পেইজে এসব কথা লেখেন হাসনাত।
সেইসঙ্গে অন্তর্বর্তী সরকারকে আন্তঃনদীর পানির সুষম বণ্টনের দাবিতে কার্যকর উদ্যোগ নেওয়া, সীমান্তে হত্যাকাণ্ড বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া, ফেলানীসহ সীমান্তে নিহতদের হত্যার বিচারের ব্যবস্থা করা এবং ভারতের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কের ক্ষেত্রে জনকল্যাণমূলক নীতিগত অবস্থান গ্রহণের আহ্বান জানান তিনি।
বাংলাদেশে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে গ্রেপ্তারের প্রতিবাদে সোমবার আগরতলার বাংলাদেশের সহকারী হাই কমিশনে স্মারকলিপি দেয় হিন্দু সংঘার্ষ সমিতি নামের একটি সংগঠন। সেসময় কিছু হিন্দু যুবক বাংলাদেশ মিশনের ভেতরে ঢুকে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়।
ওই ঘটনায় পরই দুঃখ প্রকাশ করে বিবৃতিতে দেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
এদিকে বাংলাদেশ মিশনে হামলার খবরে রাতেই হাসনাতের ডাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে বিক্ষোভ-মিছিল হয়। বিক্ষোভ হয়েছে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানেও।