আইন মন্ত্রণালয়ের সচিব বরাবর লেখা ওই আবেদন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল কার্যালয়েও জমা দিয়েছেন অ্যাডভোকেট মনির উদ্দিন।
Published : 13 Nov 2024, 06:05 PM
ছুটিতে পাঠানো হাই কোর্টের ১২ বিচারপতির বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত সাপেক্ষে বিচারককাজ চালাতে বেঞ্চ দেওয়ার আবেদন করেছেন এক আইনজীবী।
সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মনির উদ্দিন বুধবার আইন মন্ত্রণালয়ে এ আবেদন করেন।
অ্যাডভোকেট মনির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আইন মন্ত্রণালয়ের সচিব বরাবর লেখা ওই আবেদন তিনি আইন মন্ত্রণালয় এবং সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল কার্যালয়েও জমা দিয়েছেন।
আবেদনে বলা হয়েছে, তিনি ১৭ অক্টোবরের বিভিন্ন পত্রিকার মাধ্যমে জানতে পারেন যে হাই কোর্টের ১২ জন বিচারককে বেঞ্চ দেওয়া হবে না। পরে ২০ অক্টোবর হাই কোর্টের দৈনিক কার্য তালিকায় ১২ বিচারপতিকে কোনো বেঞ্চ দেওয়া হয়নি।
“যেসব বিচারপতিকে বেঞ্চ দেওয়া হয় নাই, তাদের মধ্যে ২০২৩ সালে নিয়োগপ্রাপ্ত বিচারপতিও রয়েছেন। আপনার অবগতির জন্য জানাচ্ছি যে স্কাইপ কেলেঙ্কারি এবং কোটার জাজমেন্ট সম্পর্কে যতটুকু জানতে পেরেছি, তাতে বিচারপতিরা কোনো অপকর্মে জড়িত ছিলেন না। তাদেরকে দিয়ে ফ্যাসিস্ট সরকার শপথ ভঙ্গ করিয়েছে এবং দলীয় প্রভাব খাটিয়ে বিতর্কিত করা হয়েছে।
“আমরা যতটুকু জানতে পেরেছি, যুদ্ধাপরাধ মামলার এবং কোটার জাজমেন্ট যথাক্রমে বিদেশে বসে এবং গুলিস্তানে একটি রাজনৈতিক দলের কার্যালয়ে লেখা হয়েছে এবং পরে বিচারপতিদের দিয়ে আদালতের মাধ্যমে ঘোষণা করানো হয়েছে। তাদেরকে দিয়ে জোরপূর্বক শপথ ভঙ্গ করানো হয়েছে।”
আবেদনে অ্যাডভোকেট মনির উদ্দিন বলেন, “বিচারক সংকটে বিচার ব্যবস্থা প্রায় স্থবির হয়ে আছে। এখন যদি বিচারপতিদের ছুটিতে বসিয়ে রাখা হয়, তাহলে বিচার ব্যবস্থা আরও স্থবির হয়ে পড়বে এবং রাষ্ট্রের অর্থের অপচয় হবে।”
এ অবস্থায় এই ১২ বিচারপতিকে বেঞ্চ দিয়ে বিচারকাজ ‘ত্বরান্বিত করার’ আবেদন জানিয়েছেন মনির উদ্দিন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে গত ১৬ অক্টোবর হাই কোর্টের ১২ জন বিচারককে নৈমত্তিক বিচারিক কার্যক্রম থেকে সরিয়ে দেন প্রধান বিচারপতি।
দুর্নীতির পাশাপাশি বিগত সরকারের ‘দোসর’ হিসেবে কাজ করার অভিযোগ করা হয়েছিল ওই ১২ বিচারকের বিরুদ্ধে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হাই কোর্ট ঘেরাও কর্মসূচির মধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞা সেদিন প্রধান বিচারপতির ওই সিদ্ধান্তের কথা জানান।
তিনি বলেন, “বিচারপতিদের অপসারণে বিদ্যমান কোনো বিধান না থাকায় তাদের আপাতত কোনো বেঞ্চ দেওয়া হবে না। বিচারপতিদের অপসারণ সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের রিভিউ আগামী ২০ অক্টোবর আপিল বিভাগে কার্যতালিকায় ১ নম্বরে শুনানির জন্য থাকবে। সে পর্যন্ত এই ১২ বিচারককে কোনো বেঞ্চ দেওয়া হবে না।”
পুরনো খবর
কয়েকজন বিচারপতিকে 'ছুটিতে পাঠানোর' খবর