“সেনাবাহিনীর দক্ষ লজিস্টিক ও টেকনিক্যাল সহায়তার মাধ্যমে ডিএনসিসি ভবিষ্যতেও অবকাঠামোগত উন্নয়ন চালিয়ে যাবে,” বলেন এজাজ।
Published : 27 Feb 2025, 12:23 PM
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ।
বুধবার সেনা সদর দপ্তরে গিয়ে সেনাপ্রধানের সঙ্গে ডিএনসিসি প্রশাসক সাক্ষাৎ করেন করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে নগর সংস্থাটি।
এতে বলা হয়, অবকাঠামো উন্নয়নে ডিএনসিসির সঙ্গে সেনাবাহিনীর যৌথভাবে কাজ করার বিষয় তাদের আলোচনায় স্থান পায়।
মোহাম্মদ এজাজ বলেন, “সেনাবাহিনী ইতোমধ্যে ডিএনসিসির নবগঠিত ১৮টি ওয়ার্ডের অবকাঠামোগত উন্নয়ন কাজ করছে। সেনাবাহিনীর দক্ষ লজিস্টিক ও টেকনিক্যাল সহায়তার মাধ্যমে ডিএনসিসি ভবিষ্যতেও অবকাঠামোগত উন্নয়ন চালিয়ে যাবে।
“এছাড়াও ডিএনসিসির ডেটা সেন্টার ম্যানেজমেন্ট, শহরের নিরাপত্তা নিশ্চিত করা ও যানজট নিরসনে এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) ভিত্তিক ট্রাফিক ব্যবস্থাপনায় যৌথভাবে কাজ করবে সেনাবাহিনী ও ডিএনসিসি।”