“সাঁওতালদের মধ্যে নানা বিভ্রান্তি, বিভাজন ও ভয় দেখিয়ে কেড়ে নেওয়া হয়েছে প্রায় ২৫০ একর জমি,” বলা হয় বিবৃতিতে।
Published : 07 Jan 2025, 10:51 PM
গাইবান্ধার গোবিন্দগঞ্জের রাজাহার ইউনিয়নের রাজাবিরাট এলাকায় সাঁওতালদের ওপর হামলা ও বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনায় নিন্দা জানিয়েছেন দেশের ৪৭ নাগরিক।
মঙ্গলবার এক বিবৃতিতে হামলার ঘটনা তদন্ত করে জড়িত বিচার দাবি করেছেন তারা।
বিবৃতিতে ঘটনার বর্ণনায় বলা হয়, “শুক্রবার সকালে আদিবাসীদের ভোগদখলীয় জমিতে রাজাহার ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম ও তার লোকেরা মাটি ভরাট শুরু করলে কয়েক যুবক তাতে বাধা দেন। তখন চেয়ারম্যান ও তার লোকজন নেকোলাস মুর্মুর নামে এক যুবককে মারধর করেন। খবর পেয়ে আরেক যুবক ব্রিটিশ সরেন প্রতিবাদ করতে গেলে চেয়ারম্যান তাকেও লাঠি দিয়ে মারধরের হুমকি দেন।
“সেসময় ব্রিটিশ সরেনের মা ফিলোমিনা হাঁসদা চেয়ারম্যানের লাঠি ফেরাতে গেলে চেয়ারম্যান তাকে মারধর করে মাটিতে ফেলে দেয়। মারাত্মক আহত হয়ে তিনি হাসপাতালে ভর্তি।”
ঘটনার পর রাতে ব্রিটিশ সরেনের বাড়িতে চেয়ারম্যানের লোকজন আগুন ধরিয়ে দেয়। এতে আসবাব, কাপড় ও টিনের চাল পুড়ে গেছে, বলা হয় বিবৃতিতে।
ওই ঘটনার পর গোবিন্দগঞ্জ থানায় চেয়ারম্যান রফিকুলসহ ছয়জনকে আসামি করে মামলা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে ২০/২৫ জনকে।
মামলায় অভিযোগের বরাতে পুলিশ বলছে, রাজাবিরাট বরট্ট সাঁওতাল পল্লীর বাসিন্দা মৃত সুন্দর সরেন মণ্ডলের ছেলে ব্রিটিশ সরেন ও শৈলেন সরেনের সঙ্গে চেয়ারম্যান রফিকুলের জমি ও পুকুর নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে। শুক্রবার সকালে রফিকুল লোকজন নিয়ে সুন্দর সরেনের বাড়িতে হামলা করে।
তারা জমি ও পুকুরের দখল ছেড়ে দেওয়ার জন্য ব্রিটিশ সরেন ও শৈলেন সরেনকে চাপ দেয়। রাজি না হলে তাদের দুজনকে মারধর করা হয়। রাতে আগুন দেওয়া হয় বাড়িতে।
৪৭ নাগরিকের বিবৃতিতে বলা হয়, “সাঁওতালদের গ্রামের মাঝখানে সরকারি খাস পুকুর রয়েছে, সেটিও বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলাম জাল দলিলে দাবি করছে। সাঁওতাল সম্প্রদায়ে নানা বিভ্রান্তি ও বিভাজনের তৈরির মাধ্যমে জমি জবরদখল ও ভয় দেখিয়ে এই শ্রেণির লোকেরাই কেড়ে নিয়েছে প্রায় ২৫০ একর জমি।”
বিবৃতি দাতাদের মধ্যে রয়েছেন অর্থনীতিবিদ আনু মুহাম্মদ, মানবাধিকার কর্মী সুলতানা কামাল, নিজেরা করির সমন্বয়কারী খুশী কবির, টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং রিসার্স ফেলো স্বপন আদনান, সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না, রীবের নির্বাহী পরিচালক মেঘনা গুহঠাকুরতা, সেন্ট্রাল উইম্যান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পারভীন হাসান, ব্লাস্টের অনারারি নির্বাহী পরিচালক ব্যারিস্টার সারা হোসেন, বেলার প্রধান নির্বাহী তাসলিমা ইসলাম, নারীপক্ষের সদস্য শিরীন পারভীন হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সামিনা লুৎফা, শাহনাজ হুদা, সুমাইয়া খায়ের, রোবায়েত ফেরদৌস, জোবাইদা নাসরীন, তাসনীম সিরাজ মাহবুব।