এ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে মোট ১০ লাখ টাকা সহায়তা দেওয়া হল নয়নের পরিবারকে।
Published : 11 Mar 2025, 12:11 AM
সচিবালয়ের অগ্নিকাণ্ডের দিন দায়িত্ব পালনকালে ট্রাকের ধাক্কায় নিহত ফায়ার সার্ভিস কর্মী মো. সোয়ানুর জামান নয়নের পরিবারকে আরেক দফা সহায়তা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
নয়নের পরিবারকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে দ্বিতীয় দফায় ৫ লাখ টাকা দেওয়ার কথা সোমবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এর আগে গত ৬ জানুয়ারি মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৫ লাখ টাকার চেক নয়নের পরিবার হাতে তুলে দেওয়া হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের পক্ষ থেকে উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার দ্বিতীয় দফার ৫ লাখ টাকার চেকটি নয়নের বাবার হাতে তুলে দেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল এ সময় উপস্থিত ছিলেন।
এছাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পক্ষ থেকে ইতোমধ্যে এক লাখ টাকা এবং দাফন-কাফনের খরচ বাবদ আরো ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে নঃয়নের পরিবারকে।
ফায়ারফাইটার মো. সোয়ানুর জামান নয়নের গ্রামের বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ১১ নম্বর বড়বালা ইউনিয়নের আটপুনিয়া গ্রামে।