ঘূর্ণিঝড় মোখা: দুই দিন পর নৌ চলাচল শুরু

পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সোমবার সকাল সাড়ে ৯টা থেকে সব ধরনের লঞ্চ ও নৌযান চলাচল শুরু হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 May 2023, 04:46 AM
Updated : 15 May 2023, 04:46 AM

ঘূর্ণিঝড় মোখার বিপদ কেটে যাওয়ায় দুই দিন পর দেশের অভ্যন্তরীণ নদীপথে সব ধরনের নৌযান চলাচল আবার শুরু হয়েছে।

অতি প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে মোখা উপকূলের দিকে এগিয়ে আসায় শুক্রবার রাত সাড়ে ১০টা থেকে সারাদেশে সব ধরণের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করছিল বিআইডব্লিউটিএ।

ঢাকা নদী বন্দরের যুগ্ম পরিচালক মো. কবির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সোমবার সকাল সাড়ে ৯টা থেকে সব ধরনের লঞ্চ ও নৌযান চলাচল শুরু হয়েছে।


রোববার সকালে কক্সবাজার ও মিয়ানমারের উত্তরাংশ দিয়ে উপকূল অতিক্রম শুরু করে ঘূর্ণিঝড় মোখা। বিকালে পুরোপুরি স্থলভাগে উঠে আসার পর এ ঝড় দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়। এরপর দশ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলে আবহাওয়া অফিস।

কবির হোসেন জানান, নদীপথে এখনও এক নম্বর সতর্ক সংকেত রয়েছে, তবে নৌযান চলাচলে কোনো বাধা নেই।