শনিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৬৭ মিলিমিটার বৃষ্টি ঝরেছে পটুয়াখালীতে।
Published : 27 Jul 2024, 02:13 PM
উত্তর বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় লঘুচাপ তৈরি হওয়ায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টি বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ একেএম নাজমুল হক শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “লঘুচাপের প্রভাবে শনি-রবিবার খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগে তুলনামুলক বেশি বৃষ্টি হতে পারে।
“আর ২৯-৩০ তারিখে সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা সামান্য বাড়তে পারে।”
আবহাওয়া অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বৃষ্টি হতে পারে।
শনিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৬৭ মিলিমিটার বৃষ্টি ঝরেছে পটুয়াখালীতে। এ ছাড়া কক্সবাজারে ৪৯, গোপালগঞ্জে ২৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার আভাস মিলেছে আবহাওয়ার পূর্বাভাসে।