গণআন্দোলনে সরকারপতনের পর থেকেই পুলিশ বাহিনীতে ব্যাপক রদবদল আনা হচ্ছে।
Published : 22 Aug 2024, 10:08 PM
সরকার পতনের পর বাংলাদেশ পুলিশে ব্যাপক রদবদলের মধ্যে আরও দুজন অতিরিক্ত আইজি ও একজন ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
তারা হলেন- পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজি মোহাম্মদ আলী মিয়া, শিল্পাঞ্চল পুলিশের প্রধান অতিরিক্ত আইজি মো. মাহাবুবর রহমান এবং পুলিশ সদর দপ্তরের ডিআইজি জয়দেব কুমার ভদ্র।
বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক তিনটি প্রজ্ঞাপনে তাদের অবসরে পাঠানোর কথা জানানো হয়।
প্রজ্ঞাপনগুলোতে বলা হয়, সরকারি চাকরি আইনের ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে তাদের অবসর প্রদান করা হল। বিধি অনুযায়ী তারা অবসর সংশ্লিষ্ট সুযোগ-সুবিধা পাবেন।
মোহাম্মদ আলী মিয়া সিআইডির অতিরিক্ত আইজি ছিলেন। গত সপ্তাহে তাকে পুলিশ সদরে সংযুক্ত করা হয়েছিল। আরেক কর্মকর্তা মাহাবুবর রহমান শিল্প পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পালনের আগে চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার ছিলেন। আর জয়দেব কুমার ভদ্র ঢাকা মহানগর পুলিশসহ বিভিন্ন ইউনিটে কাজ করেছেন।
আগের দিন বুধবার পুলিশের সদর দপ্তরের অতিরিক্ত আইজি আতিকুল ইসলাম, সংখ্যাতিরিক্ত অতিরিক্ত আইজি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত আনোয়ার হোসেন এবং ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের অতিরিক্ত কমিশনার (ডিআইজি পদমর্যাদার) মো. আসাদুজ্জামানকে অবসরে পাঠানো হয়।
এর আগে গত ১৩ অগাস্ট পুলিশের আলোচিত কর্মকর্তা এসবির অতিরিক্ত আইজি মনিরুল ইসলাম ও ডিএমপির সদ্য সাবেক কমিশনার হাবিবুর রহমানকে অবসরে পাঠানো হয়।
একই দিনে অবসরে পাঠানো হয় রংপুর মহানগর পুলিশের কমিশনার (ডিআইজি পদমর্যাদার) মো. মনিরুজ্জামান এবং পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি আবদুল বাতেনকে।
ছাত্র-জনতার গণআন্দোলনে গত ৫ অগাস্ট শেখ হাসিনার দেশত্যাগ ও সরকারপতনের পর থেকেই সরকারি দপ্তরগুলোতে রদবদল ঘটছে। পুলিশ বাহিনীতেও ব্যাপক পরিবর্তন আনা হয়েছে।