এর মধ্যে পল্টন থানার দুই মামলায় দুই বছর করে এবং নিউ মার্কেট থানার এক মামলায় দেড় বছরের সাজা হয়েছ সোহেলের।
Published : 31 Mar 2024, 04:39 PM
বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলের জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
ঢাকার মহানগরের দুই হাকিম মো. মইনুল ইসলাম ও মো. আক্তারুজ্জামান রোববার তিন মামলায় একই আদেশ দেন।
সোহেলের অন্যতম আইনজীবী মোসলেহ উদ্দীন জসীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন বিএনপির এই যুগ্ম মহাসচিব।
“শুনানি শেষে পল্টন থানার দুই মামলা এবং নিউ মার্কেট থানার এক মামলায় সোহেলের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।“
হাবিব-উন নবী খান সোহেল পল্টন থানার ওই দুই মামলায় দুই বছর করে চার বছর এবং নিউ মার্কেট থানার এক মামলায় দেড় বছরের কারাদণ্ড দণ্ডিত।
পুলিশের দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে পল্টন থানায় ২০১৭ সালের অক্টোবর মাসে একটি ও ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে আরেকটি মামলা করা হয় সোহেলের নামে। গত বছর এ দুই মামলায় তাকে সাজা দেন বিচারক।
এছাড়া ২০১৫ সালের জানুয়ারি মাসে নিউ মার্কেট থানায় পুলিশের দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে আরেকটি মামলায় আসামি হন সোহেল। গত বছরে ওই মামলায় তাকে দেড় বছরের কারাদণ্ড দেওয়া হয়।