পোস্টারটি লাগানোর পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা শুরু হয়।
Published : 03 Feb 2025, 12:11 AM
কেন্দ্রীয় শহীদ মিনারে তোলা ১৯৭১ সালের একটি ছবি ব্যবহার করে ‘৫২ এর চেতনা ২৪ এর প্রেরণা’ লেখা পোস্টারটি সমালোচনার মুখে সরিয়ে নেওয়া হয়েছে।
অমর একুশে বইমেলা উপলক্ষ্যে বাংলা একাডেমির সামনের সড়কে মেট্রোরেলের পিলারে এসব পোস্টার লাগানো হয়েছিল, যেখানে বায়ান্নর ভাষা আন্দোলন ও সাম্প্রতিক জুলাই অভ্যুথানকে তুলে ধরা হয়।
রোববার দুপুরে পোস্টারটি সরিয়ে নেওয়া হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।
পোস্টার টিএসসি থেকে দোয়েল চত্বর পর্যন্ত কয়েকটি স্থানে লাগানো হয়। পোস্টারের নিচে লেখা ‘সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়’।
পোস্টারটি লাগানোর পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা শুরু হয়।
আলোকচিত্রী সাহাদাত পারভেজ ফেইসবুকে লেখেন, "এটা কী করলো সংস্কৃতি মন্ত্রণালয়! ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন ছবিকে বায়ান্নর ভাষা আন্দোলনের ছবি বলে চালিয়ে দিল।"
মূল ছবিটি শেয়ার করে সাহাদাত পারভেজ বলেন, "ছবিতে মাঝখানের মেয়েটি লীনু হক। তিনি তখন অগ্রণী স্কুলের দশম শ্রেণির ছাত্রী।
“লাঠিতে ঢেকে গেছে যার মুখ, তিনি জাসদ নেত্রী শিরীন আখতার। তখন এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। একেবারে বাম পাশের মেয়েটি মুক্তিযোদ্ধা ফোরকান বেগম। তখন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন।"
তিনি লেখেন, "১৯৭১ সালের ১৫ মার্চ কেন্দ্রীয় শহীদ মিনারে কবি সুফিয়া কামালের নেতৃত্ব ও সভাপতিত্বে যে নারী সমাবেশ হয়, এটি তার ছবি। ছবিটি পরদিন ১৬ মার্চ 'পাক্ষিক চিত্রিতা' পত্রিকায় প্রকাশিত হয়।"
বইমেলার এই পোস্টার নিয়ে শনিবার রাতেই ফেইসবুকে একটি পোস্ট দেন কাজী ফেরদৌস হক লিনু। তাতে তিনি লেখেন, "সংস্কৃতি মন্ত্রণালয়ের এই ছবি ব্যবহারের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ১৯৭১–এর ছবি ৫২–এর ছবি বলে উল্লেখ করছে, ধিক্কার জানাই।"
বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পোস্টারটি রোববার দুপুরে সরিয়ে নেওয়া হয়েছে। মেলার আয়োজকদের পক্ষ থেকে এটি বানানো হয়নি।"
সরেজমিনে দেখা যায়, "টিএসসির দিক থেকে দোয়েল চত্বর পর্যন্ত পুরো পথেই বেশ কিছু পোস্টার লাগানো হয়েছে একটু পরপর, যার মধ্যে এই পোস্টারটিও ছিল। পোস্টারটি মন্ত্রণালয় থেকে লাগানো হয় বলে বইমেলা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে।