রাজু ভাস্কর্যের পাদদেশে মোমবাতি প্রজ্বালন, মুখে কসটেপ ও কাফনের কাপড় পরে এ কর্মসূচি চলছে।
Published : 25 Oct 2023, 10:05 PM
সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করাসহ চার দাবিতে ‘আমরণ’ অনশনে বসেছেন একদল চাকরি প্রত্যাশী।
বুধবার দুপুর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদ ব্যানারে এ অনশন শুরু হয়েছে।
সন্ধ্যায় সেখানে মোমবাতি প্রজ্বালন, মুখে কসটেপ ও কাফনের কাপড় পরে দ্রুত দাবি বাস্তবায়নের দাবি জানান তারা।
অনশনে অংশ নেওয়া ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদের সভাপতি শরিফুল হাসান শুভ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত ৩০ অগাস্ট থেকে আমরা আমাদের লাগাতার কর্মসূচি পালন করে আসছি। এরই ধারাবাহিকতায় আমরা আমরণ অনশনে বসেছি।
“আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন কর্মসূচি চলবে। আর কোনো আশ্বাস নয়, এবার দাবি আদায় করেই ঘরে ফিরব।”
আন্দোলনরত চাকরিপ্রত্যাশীরাদের চার দফা দাবির মধ্যে রয়েছে-চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫, অবসরে বয়সসীমা বৃদ্ধি, চাকরিতে আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্মৃতি বিজড়িত ঢাকা বিশ্ববিদ্যালয় আইন অনুষদে বঙ্গবন্ধুর নামে বঙ্গবন্ধু ল’ কমপ্লেক্স (বঙ্গবন্ধু চেয়ার এবং একটি ম্যুরাল) স্থাপন করা।
৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদের সদস্য সচিব মোহাম্মদ রাসেল বলেন, আওয়ামী লীগ ২০১৮ সালে তাদের নির্বাচনী ইশতেহারের শিক্ষা, দক্ষতা ও কর্মসংস্থান বৃদ্ধি অনুচ্ছেদে বলেছে, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর বিষয়ে মেধা ও দক্ষতা বিবেচনায় রেখে বাস্তবতার নিরিখে যুক্তিসঙ্গত ব্যবস্থা গ্রহণ করা হবে।
“আমরা সেই ইশতেহারের বাস্তবায়ন চাই। বাংলাদেশের জাতীয় যুব নীতিতে ১৮-৩৫ বছর বয়সীদের যুবক বলা হলেও ৩০ বছর হলেই তাদেরকে চাকরিতে আবেদনের সুযোগ দেওয়া হচ্ছে না। দুঃখজনক হলেও সত্যি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান/সংস্থাগুলো তাদের চাকরিতে আবেদনের বয়সসীমা সরকারি মানদণ্ড অনুযায়ী ৩০ বছরকেই অনুসরণ করে।”
বয়সসীমা ৩৫ বছর করার যৌক্তিকতা তুলে ধরে রাসেল বলেন, “বাংলাদেশের সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা আজ থেকে ৩২ বছর আগে ১৯৯১ সালে ২৭ বছর থেকে ৩০ বছরে উন্নীতকরণ করা হয়, যখন বাংলাদেশের মানুষের গড় আয়ু ছিল মাত্র ৫৭ বছর।
“বর্তমানে বাংলাদেশের মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়ে ৭৩ বছর হলেও চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি করা হয়নি।”
৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদের সদস্য সচিব রাসেল বলেন, বিশ্বের ১৬২টি দেশে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর, কোনো কোনো দেশে তা উন্মুক্ত। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে দেশ ভারতে রাজ্য ভেদে চাকরিতে আবেদনের বয়স সীমা ৩৫-৪৫ বছর, মালদ্বীপে ৪৫ বছর, শ্রীলঙ্কায় ৩৫ বছর, নেপালে ৩৫ বছর, আফগানিস্তানে ৩৫ বছর। দক্ষিণ এশিয়ার মধ্যে কেবল বাংলাদশে ও পাকিস্তানেই চাকরিতে আবেদনের বয়সসীমা ৩০ বছর।
“তাই লক্ষ লক্ষ চাকরি প্রার্থীদের প্রাণের দাবি অনতিবিলম্বে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩০ বছর থেকে বৃদ্ধি করে ৩৫ বছর এবং অবসরে বয়সসীমা বৃদ্ধি করা হোক।”