এভারেস্টের দক্ষিণ-পশ্চিমে নেপালের রোলওয়ালিং হিমালয় অঞ্চলে 'ফার্চামো’ পর্বতশিখরে এর আগে আর কোনো বাংলাদেশি অভিযাত্রী পৌঁছাতে পারেননি।
Published : 09 Nov 2023, 10:45 AM
হিমালয়ের ২০ হাজার ৩০০ ফুট উঁচু দুর্গম চূড়া ‘ফার্চামো’তে বাংলাদেশের পতাকা উড়িয়ে এলেন দুই অভিযাত্রী এম এ মুহিত ও কাজী বাহলুল মজনু বিপ্লব।
বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব জানিয়েছে, শুক্রবার সকাল ৯টায় সফলভাবে ‘ফার্চামো’ পর্বতচূড়ায় পৌঁছান দুই পর্বতারোহী।
এভারেস্টের দক্ষিণ-পশ্চিমে নেপালের রোলওয়ালিং হিমালয় অঞ্চলে 'ফার্চামো’ পর্বতশিখরে এর আগে আর কোনো বাংলাদেশি অভিযাত্রী পৌঁছাতে পারেননি।
এম এ মুহিতের নেতৃত্বে বাংলাদেশের এই অভিযাত্রী দলটি গত ২৪ অক্টোবর নেপালের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে। দুইদিন পর ২৬ অক্টোবর ট্রেকিং শুরু করেন তারা।
বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবের সাধারণ সম্পাদক রিয়াসাদ সানভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাংলাদেশের পর্বতারোহী দলটি ২ নভেম্বর ৫ হাজার ৭০০ মিটার উচুঁ 'তাশি ফুক' হাই ক্যাম্পে যায়।
এর ১০০ মিটার নিচে অসুস্থ হয়ে পড়ায় দলের আরেক সদস্য নুরুননাহার নিম্নি অভিযান শেষ করতে পারেননি।
অভিযানের দলনেতা এম এ মুহিতকে উদ্ধৃত করে সানভী বলেন, ৩ নভেম্বর রাত সাড়ে ৩টায় হেডটর্চের আলোয় চূড়ার উদ্দেশ্যে রওনা দেন দুই অভিযাত্রী। সকাল ৯টার দিকে সামিটে পৌঁছে তারা উড়িয়ে দেন বাংলাদেশের লাল সবুজ পতাকা।
মহিত বলেন, “সামিটে পা রাখার আগেই প্রচণ্ড বাতাস শুরু হয়। চূড়ায় ১৫ মিনিটের মত ছিলাম। মনে হচ্ছিল সব জমে যাবে। হাইক্যাম্পে আসতে আসতে পৌনে ১১টা বেজে যায়। ওইদিনই বেজক্যাম্প হয়ে বিকেল ৫টার থ্যাংবো চলে আসি।"
মুহিত এর আগে দুই বার এভারেস্টে আরোহন করেছেন। মজনু একটি ৭ হাজার মিটার চূড়াসহ হিমালয়ের একাধিক পর্বত আরোহন করেছেন। দলের তৃতীয় সদস্য নিম্নি ভারতে মৌলিক পর্বতারোহণ প্রশিক্ষণ শেষ করে এবারই প্রথম অভিযানে যোগ দিয়েছিলেন।
এর আগে ২০১৯ সালে বাংলাদেশের একটি অভিযাত্রী দল ফার্চামো অভিযানে গিয়েছিল। কিন্তু ভয়ঙ্কর তুষারপাতের মধ্যে সে অভিযান ব্যর্থ হয়।
সেই অভিযানের মত এবারও 'ফার্চামো' অভিযান পরিচালনা করছে বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব; তাদের স্পন্সর ছিল ইস্পাহানি টি লিমিটেড। এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইনস ২০ শতাংশ ছাড়ে অভিযাত্রীদের ঢাকা- কাঠমান্ডু-ঢাকা টিকেট দিয়েছে।