শেষ হল সংসদের ২১তম অধিবেশন

৫ জানুয়ারি শুরু হয়েছিল এ অধিবেশন।

সংসদ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Feb 2023, 07:45 PM
Updated : 9 Feb 2023, 07:45 PM

দশটি বিল পাসের মাধ্যমে শেষ হয়েছে একাদশ জাতীয় সংসদের ২১তম ও নতুন বছরের প্রথম অধিবেশন। এ অধিবেশনে মোট কার্যদিবস ছিল ২৬টি।

বৃহস্পতিবার স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশন সমাপ্ত সংক্রান্ত রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের নির্দেশনা পড়ে শোনান।

এর আগে ১৯৭১ সালে ২১ ফেব্রুয়ারি শহীদ দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রদত্ত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণটি সংসদে শোনানো হয়।

চলতি অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের উপর প্রধান হুইপ আনীত ধন্যবাদ প্রস্তাবের উপর ২০৯ জন আলোচনা করেছেন। ৪০ ঘণ্টা ২৭ মিনিট সময় এই আলোচনা অনুষ্ঠিত হয়।

এছাড়া ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সংসদে বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়।

এ অধিবেশনে ১৯টি বিল উত্থাপিত হয়েছে। ১০টি বিল পাস হয়। একটি অধ্যাদেশও উত্থাপিত হয়।

৫ জানুয়ারি শুরু হয়েছিল এ অধিবেশন। এই অধিবেশন চলাকালে সংসদ সদস্য চট্টগ্রামের মোছলেম উদ্দিন আহম্মেদ মারা যান।