ঢাকা নগরকে ভালোবাসতে বাসিন্দাদের প্রতি অনুরোধ জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।
তিনি বলেছেন, “শহরকে ভালোবাসে না বলেই মানুষ ঢাকাকে অপরিচ্ছন্ন করে রেখেছে। ভালোবাসলে কেউ আর তাকে নোংরা করবে না।
“সবাইকে বিনয়ের সঙ্গে অনুরোধ করব, এই শহর আমাদের, এই শহরে আমরা বড় হয়েছি, এই শহর থেকে আমরা উপার্জন করি, এই শহরে আমাদের বাচ্চারা পড়ে। তাই বিনয়ের সাথে অনুরোধ করব এই শহরটাকে যেন আমরা আপন করে নিই। শহরকে আপন করে নিলে শহরটা আর নোংরা হয় না।”
মঙ্গলবার মগবাজারে বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল কমপ্লেক্স পাঠাগার ও খেলার মাঠ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন আতিকুল।
মেয়র বলেন, “এই শহরকে আমরা কেউ এখনও আপন করে নিতে পারি নাই। আমরা খাই, খেয়ে সঙ্গে সঙ্গে ময়লা ফেলে দিই। চিন্তা করি না- ময়লা ফেলে দিলে ড্রেন নষ্ট হয়ে গেল।”
আতিকুল জানান, তিনি ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তাকে বলেছেন বর্জ্য নিয়ে একটি প্রদর্শনী করতে, যেন মানুষকে দেখানো যায় তারা কী কী ময়লা ড্রেনে-খালে ফেলছেন।
তিনি বলেন, ডিএনসিসি এলাকায় ১৮টি পার্ক এবং চারটি খেলার মাঠ নির্মাণ করা হয়েছে।
এসব মাঠ দেখে রাখতে নগরবাসীর প্রতি অনুরোধ জানান তিনি।
তিনি বলেন, “সিটি করপোরেশন মাঠ নির্মাণ করে দিলেও এটি কিন্তু এলাকার জনগণই ব্যবহার করবে। তাই মাঠের যেন কোনো ক্ষতি না হয় সে বিষয় এলাকাবাসীকে সচেতন হতে হবে। আমি এলাকাবাসীকে আহ্বান করছি উন্নয়ন করা মাঠ-পার্ক আপনারা দেখে রাখবেন, রক্ষা করবেন।”
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, নগর পরিকল্পনাবিদ স্থপতি ইকবাল হাবিব, ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ আমিরুল ইসলাম।