কর্মস্থলে যোগ দেওয়ার পর তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন।
Published : 24 Oct 2024, 07:07 PM
বাংলাদেশ চা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন।
কর্মস্থলে যোগ দেওয়ার পর বৃহস্পতিবার তিনি সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাং সেলিম উদ্দিনের সঙ্গে সাক্ষাত করেছেন।
চা বোর্ডের উন্নয়ন পরিকল্পনা ও সার্বিক বিষয়ে বাণিজ্য সচিবের সঙ্গে তিনি আলোচনা করেন। বাণিজ্য সচিবও তাকে কর্মক্ষেত্রে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
মেজর জেনারেল সরওয়ার হোসেন ১৯৭২ সালের ১০ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি ২০ ডিসেম্বর ১৯৯১ সালে বাংলাদেশ মিলিটারি একাডেমি হতে ২৫তম দীর্ঘমেয়াদী কোর্সের সঙ্গে পদাতিক কোরে কমিশন লাভ করেন। পেশাগত জীবনে তিনি কমান্ড, স্টাফ এবং প্রশিক্ষক হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।