Published : 02 May 2025, 03:26 PM
সৌদি আরবের মদিনা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট নোটাম (নোটিস টু এয়ারম্যান) এড়াতে না পেরে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে বাধ্য হয়েছে।
ঘটনাটি ঘটেছে গত বুধবার। সৌদি আরবের মদিনা থেকে বিমানের ওই ফ্লাইটটি (বিজি-৩৩০২) বোয়িং-৭৭৭ মডেলের উড়োজাহাজ দিয়ে নির্ধারিত সময়েই যাত্রা শুরু করে।
এদিকে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুপুর পৌনে ১২টা থেকে পৌনে ১টা পর্যন্ত পূর্বঘোষিত নোটাম জারি করা ছিল।
বিমানের ফ্লাইটটি ঠিক নোটাম চলাকালীন সময়ে ঢাকার আকাশে চলে আসে। তখন কিছুক্ষণ উড়েও অবতরণ করতে না পেরে ফ্লাইটটি সিলেটে অবতরণ করে। এ ঘটনায় বাড়তি ল্যান্ডিং চার্জও গুণতে হবে বিমানকে।
সাধারণত কোনো জরুরি রক্ষণাবেক্ষণ কাজ বা প্রাকৃতিক দুর্যোগ, রানওয়ের দৃশ্যমানতা কম বা এ জাতীয় কোনো জরুরি প্রয়োজনে বিমানবন্দরের কোনো কার্যক্রম বন্ধ থাকলে বিমানবন্দর কর্তৃপক্ষ এ ধরনের নোটাম জারি করে জানিয়ে দেয়। তখন, ফ্লাইটের শিডিউলও পরিবর্তন করে এয়ারলাইন্সগুলো।
এ ঘটনার কারণে জানতে চাইলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক বোসরা ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পাইলট নির্ধারিত সময়ের ১৬ মিনিট আগে উড়েছিলেন। তবে, কি কারণে তিনি নোটাম এড়াতে পারেননি, তিনি কি নোটাম উপেক্ষা করেছেন, বা করতে বাধ্য হয়েছিলেন কি না, সেটি রোববার জানা যাবে। পুরো বিষয়টি খতিয়ে দেখবে বিমান কর্তৃপক্ষ।”