র্যাবের বোম্ব ডিস্পোজাল ইউনিট সেখানে কাজ করছে।
Published : 06 Jan 2024, 12:37 AM
ঢাকায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনে চারজনের প্রাণহানির পর জুরাইন রেলগেইট সংলগ্ন বস্তির একটি বাড়ি ঘিরে রেখেছে র্যাব।
সেখান থেকে বিপুল পরিমাণ ককটেল, পেট্রোল বোমা ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম পাওয়া গেছে বলে পুলিশের বিশেষ এ ইউনিট জানিয়েছে।
“র্যাবের বোম্ব ডিস্পোজাল ইউনিট সেখানে পৌঁছে কাজ করছে।"
তবে কী পরিমাণ ককটেল, বোমা, বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে তা জানায়নি র্যাব। কাউকে গ্রেপ্তার করা হয়েছে কি না সে বিষয়েও কিছু বলা হয়নি।
ভোট ঘিরে বিএনপির ডাকা হরতালের আগের রাত শুক্রবার ৯টার দিকে আগুনে বেনাপোল এক্সপ্রেসের চারটি বগি পুড়ে যায়। তাতে চারজনের মৃত্যু হয়, দগ্ধ অবস্থায় একজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
বেনাপোল থেকে দেড় শতাধিক যাত্রী নিয়ে ট্রেনটি ঢাকায় আসছিল। পদ্মা সেতু হয়ে ঢাকায় ঢোকার পর কমলাপুর রেলস্টেশনে পৌঁছানোর আগে সায়েদাবাদ থেকে গোলাপবাগের পথে ওই ট্রেনে আগুন জ্বলতে দেখা যায়।
এ অগ্নিকাণ্ডের ঘটনা নাশকতা কি না তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ঢাকায় প্রবেশের পথে আগুনে চারটি বগি ক্ষতিগ্রস্ত হওয়ার পর বেনাপোল এক্সপ্রেসের ফিরতি যাত্রা বাতিল করা হয়েছে। টিকেটের মূল্য ফেরত নিতে যাত্রীদের অনলাইনে আবেদন করতে বলেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
আরও পড়ুন:
‘বাচ্চা-বউ পুইড়া গেছে, বের হয়ে কী করব’