রেল কর্তৃপক্ষ বলছে, প্রতি ঈদে আন্তঃদেশীয় ট্রেন তিনটি বন্ধ থাকে; এবারের কোরবানির ঈদেও সেগুলো বন্ধ থাকবে।
Published : 09 Jun 2024, 12:13 AM
কোরবারি ঈদ ঘিরে বাংলাদেশ থেকে কলকাতা ও জলপাইগুড়িতে চলাচলকারী তিনটি ট্রেন বন্ধ থাকবে।
শনিবার কমলাপুর স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রতি বছরই দুই ঈদের সময় আন্তঃদেশীয় ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। এবারও ট্রেন তিনটি বন্ধের সিদ্ধান্ত হয়েছে।”
ঢাকা-কলকাতা রুটে মৈত্রী এক্সপ্রেস, ঢাকা-নিউজলপাইগুড়ি রুটে মিতালী এক্সপ্রেস এবং খুলনা-কলকাতা রুটে চলাচল করে থাকে বন্ধন এক্সপ্রেস।
এর মধ্যে মৈত্রী এক্সপ্রেস ১৪ থেকে ২২ জুন, মিতালী ১৬ থেকে ২০ জুন এবং বন্ধন ১২ থেকে ২০ জুন পর্যন্ত চলাচল করবে না বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
এবার কোরবানি ঈদ উদযাপন হবে আগামী ১৭ জুন। ঈদ উপলক্ষে ৬ জুন পর্যন্ত দেশে অগ্রিম টিকেট বিক্রি করেছে রেলওয়ে। ওই দিন দেওয়া হয় ঈদের আগের দিন ১৬ জুনের টিকেট।
সোমবার থেকে ঈদযাত্রার ফিরতি টিকেটও বিক্রি করবে রেলওয়ে। সেদিন দেওয়া হবে ২০ জুনের ফিরতি টিকেট। ১১ জুন দেওয়া হবে ২১ জুনের টিকেট, ১২ জুন বিক্রি হবে ২২ জুনের টিকেট, ১৩ জুন বিক্রি হবে ২৩ জুনের টিকেট এবং ১৪ জুন দেওয়া হবে ২৪ জুনের টিকেট।