অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর কয়েক দফায় বিভিন্ন জেলায় ডিসিদের রদবদল করেছে।
Published : 09 Jan 2025, 05:39 PM
অন্তর্বর্তী সরকারের প্রশাসনে রদবদলের ধারাবাহিকতায় নতুন ডিসি পেল নারায়ণগঞ্জ, রাজবাড়ী ও খাগড়াছড়ি।
এর মধ্যে নারায়ণগঞ্জের ডিসি হিসেবে দায়িত্ব পেয়েছেন রাজবাড়ীর ডিসি মোহাম্মদ জাহিদুল মিঞা। রাজবাড়ীর ডিসি হয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব সুলতানা আক্তার। আর অর্থ বিভাগের উপসচিব এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকারকে খাগড়াছড়ির ডিসির দায়িত্ব দেওয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় বৃহস্পতিবার তাদের রদবদলের আদেশ দিয়েছে।
তুমুল গণআন্দোলনে গত বছরের ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আগে নিয়োগ পাওয়া ডিসিদের সরানোর দাবি উঠেছিল। অন্তর্বর্তী সরকার কয়েক দফায় বিভিন্ন জেলায় ডিসিদের রদবদল করেছে।