অতিরিক্ত ডিআইজি হলেন ১৫২ জন

১৫২ জনের মধ্যে সুপার নিউমারারি অতিরিক্ত ডিআইজি হলেন ১৪০ জন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Nov 2023, 10:22 AM
Updated : 7 Nov 2023, 10:22 AM

পুলিশ বাহিনীর ১৫২ কর্মকর্তা অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে পদোন্নতি পেয়েছেন। 

এর মধ্যে সুপার নিউমারারি অতিরিক্ত ডিআইজি হয়েছেন ১৪০ জন। 

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে দুইটি প্রজ্ঞাপনে এই কর্মকর্তাদের পদোন্নতি দেওয়া হয়েছে। 

পদোন্নতির প্রজ্ঞাপনে বলা হয়েছে, “গত ৭ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় এবং ২৫ অক্টোবর অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা-৫ শাখার চিঠির উল্লিখিত সব আনুষ্ঠানিকতা পালন শেষে সৃষ্ট ১৪০টি সুপার নিউমারারি পদের বিপরীতে এ পদোন্নতি দেওয়া হয়েছে।“

মিশন, শিক্ষা ছুটি বা প্রেষণ ও লিয়েনে কর্মরত কর্মকর্তারা মূল কর্মস্থলে যোগ দেওয়ার পর তাদের পদোন্নতি কার্যকর হবে। যোগদানের তারিখের আগের কোনো আর্থিক সুবিধা তারা পাবেন না। 

পদ সৃজনের তারিখ থেকে ১৪০টি সুপার নিউমারারি পদের মেয়াদ হবে এক বছর। 

“পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা স্বপদে বহাল থেকে দায়িত্ব পালন করবেন,” বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। 

অন্যদিকে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পাওয়া বাকি ১২ জন কর্মকর্তার বিষয়ে বলা হয়েছে, তাদের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবের বরাবর যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পদোন্নতি পাওয়া পদে যোগদানপত্র পাঠাতে হবে।

Also Read: পদোন্নতি পেয়ে অতিরিক্ত ডিআইজি হলেন ১২ জন

পদোন্নতি পাওয়া এসব কর্মকর্তার মধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পাঁচজন উপকমিশনার রয়েছেন। তারা হলেন- মুহাম্মদ আশরাফ হোসেন, আনিসুর রহমান, এ বি এম মাসুদ হোসেন, মো. শহিদুল্লাহ ও আসমা সিদ্দিকা মিলি।

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) দুই উপ কমিশনার আব্দুল ওয়ারীশ ও মোস্তাফিজুর রহমান পদোন্নতির এ তালিকায় রয়েছেন।

এছাড়া টাঙ্গাইলের পুলিশ সুপার (এসপি) সরকার মোহাম্মদ কায়সার, কুষ্টিয়ার এসপি এ এইচ এম আবদুর রকিব, নৌ পুলিশের এসপি শরিফুর রহমান, বগুড়ার এসপি সুদীপ কুমার চক্রবর্ত্তী ও যশোরের এসপি প্রলয় কুমার জোয়ারদার রয়েছেন