লাইন প্রতিস্থাপন কাজের জন্য রোববারও দিনের বড় অংশ জুড়ে এসব এলাকায় গ্যাস বন্ধ ছিল।
Published : 09 Jun 2024, 09:42 PM
সংস্কার কাজের অংশ হিসাবে টানা দ্বিতীয় দিন মুগদা থেকে ধলপুর পর্যন্ত এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে তিতাস।
তিতাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপলাইনের জরুরি স্থানান্তর কাজের জন্য সোমবার সকাল ১০টা থেকে বিকাল ৬টা পর্যন্ত আট ঘণ্টা মুগদা, মান্ডা, মানিকনগর (ধলপুর), বাসাবো, শাহজাহানপুর এবং গোপীবাগ এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এসময়ে আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।
লাইন প্রতিস্থাপন কাজের জন্য রোববারও দিনের বড় অংশ জুড়ে এসব এলাকায় গ্যাস বন্ধ ছিল।
সরবরাহ সংকটের কারণে ঢাকাসহ সারাদেশেই এখন গ্যাসের সংকট চলছে। ঘূর্ণিঝড় রেমাল আঘাত হানার সময় মহেশখালীতে এলএনজি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হওয়ায় দৈনিক গড়ে প্রায় ৬০০ মিলিয়ন ঘনফুট গ্যাস কম সরবরাহ হচ্ছে জাতীয় সঞ্চালন লাইনে।
গ্যাস সংকটের কারণে বস্ত্রকল, সিএনজি ফিলিং স্টেশনসহ অন্যান্য শিল্প শাখায় গ্যাস সংকট দেখা দিয়েছে বলে ব্যবসায়ী মহল থেকে অভিযোগ আসছে।