গত মার্চেও আগুন লেগে বেশ কয়েকটি ঘর পুড়েছিল।
Published : 02 Jul 2024, 03:26 PM
আষাঢ়ের বৃষ্টি ভেজা দিনে ঢাকার কড়াইল বস্তিতে আগুনে পুড়ে গেছে কয়েকটি ঘর।
মঙ্গলবার দুপুরের এই আগুন ধরার ১ ঘণ্টার মধ্যে তা নিয়ন্ত্রণে আনার কথা জানিয়েছে ফায়ার সার্ভিস।
সংস্থাটির মিডিয়া সেলের ইনচার্জ শাহজাহান সিকদার জানান, তারা বেলা ১২টা ৫৩ মিনিটে আগুনের খবর পান। ১টা ২০ মিনিটে তাদের গাড়ি সেখানে যায়।
পরপর ছয়টি ইউনিট সেখানে গিয়ে ২০ মিনিটের চেষ্টায় ১টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে বেলা আড়াইটার দিকে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা সম্ভব হয়।
এর আগে গত মার্চে একবার আগুন লেগে বস্তির বেশ কয়েকটি ঘর পুড়ে যায়।