একদিন বাড়তি নিলেই এবার ঈদের ছুটি হয় টানা নয় দিন।
Published : 18 Mar 2025, 09:00 PM
ঈদুল ফিতরের পর একদিন অতিরিক্ত ছুটি নিয়ে নিলে সরকারি চাকরিজীবীরা এবার টানা নয়দিন ছুটি কাটানোর সুযোগ পাবেন; এর সঙ্গে ঈদের আগে আরেক দিন নিয়ে নিলে তা ঠেকতে পারে ১১দিনেও।
আগামী ৩১ মার্চ (সোমবার) ঈদুল ফিতর ধরে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।
এর আগে-পরে (২৯ ও ৩০ মার্চ এবং ১ ও ২ এপ্রিল) চার দিন ছুটি থাকছে নির্বাহী আদেশে।
এর আগে ২৮ মার্চ পড়েছে শুক্রবার। শবে কদরেরও ছুটিও এদিন।
সে হিসাবে ২৮ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত টানা ছয় দিনের ছুটিতে থাকবেন সরকারি চাকরিজীবীরা।
ছুটি শেষে অফিস খুলবে আগামী ৩ এপ্রিল (বৃহস্পতিবার)। তার পরের দুই দিন আবার সাপ্তাহিক ছুটি।
অর্থাৎ, মাঝের বৃহস্পতিবারটা ছুটি নিলে টানা ৯ দিন ছুটি কাটানোর সুযোগ মিলবে।
সরকারি চাকরিজীবীদের শেষ অফিস ২৭ মার্চ (বৃহস্পতিবার)। এর আগের দিন আবার ২৬ মার্চের ছুটি।
সে হিসাবে, ঈদের আগে-পরে দুই বৃহস্পতিবার ছুটি নিলে টানা ১১ দিনের ছুটি মিলবে।
ছুটির বিধিমালা অনুযায়ী, দুই ছুটির মাঝে নৈমিত্তিক ছুটি নেওয়ার নিয়ম নেই। নিলে পুরোটাই ছুটি হিসেবে গণ্য হয়ে যাবে। অবশ্য অর্জিত ছুটি নেওয়ার সুযোগ আছে।