“লঘুচাপটি ভারতের তামিল নাডুর দিকে এগিয়ে যাচ্ছে, বাংলাদেশে এর প্রভাব পড়ার সম্ভাবনা নেই,” বলেন আবহাওয়াবিদ শাহনাজ।
Published : 12 Dec 2024, 12:19 PM
অগ্রহায়ণের বিদায়বেলায় শীত অনুভূত হচ্ছে দেশজুড়েই; এর মধ্যেই শৈত্যপ্রবাহের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বৃহস্পতিবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই ওয়েভেই শৈত্যপ্রবাহ দেশের বিভিন্ন অঞ্চলে আসতে পারে। তবে ঢাকায় আসবে কি না- এটা বলা যবে না।
“তবে দেশের উত্তরাঞ্চলে আসার সম্ভাবনা আছে। আবার মাসের শেষের দিকে আরেকটি শৈত্যপ্রবাহের সম্ভাবনা আছে।”
আবহাওয়া অধিদপ্তরের সকালের বুলেটিনের তথ্যানুযায়ী, গেল ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা নথিবদ্ধ করা হয়েছে চুয়াডাঙ্গা ও গোপালগঞ্জে; ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
তাপমাত্রার পারদ নেমেছে ভোলা ও মাদারীপুরেও। গত ২৪ ঘণ্টায় ভোলায় সর্বনিম্ন তাপমাত্রা নথিবদ্ধ করা হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, মাদারীপুরে তা ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এর বাইরে দেশের বেশির ভাগ এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির নিচে ছিল।
এই সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ডে ২৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
গামী ২৪ ঘণ্টায় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে অধিপ্তরের তরফে জানানো হয়েছে। গভীররাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর-উত্তর পূর্বাংশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা আর অন্যান্য এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
সাগরে সুস্পষ্ট লঘুচাপ
এদিকে দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় অবস্থানরত লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের জানিয়েছে, সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের শ্রীলঙ্কা উপকূলে অবস্থান করছে। এর বর্ধিত অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আর উপমহাদেশীয় উচ্চচাপ বলয় বিহার ও এর আশপাশ পর্যন্ত বিস্তৃত রয়েছে।
আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বৃহস্পতিবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাগরে অবস্থানরত লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে ভারতের তামিল নাডুর দিকে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশে এর প্রভাব পড়ার সম্ভাবনা নেই।”