পুলিশের বিভিন্ন পর্যায়ের ১৪ জনের পদ রদবদল করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ প্রজ্ঞাপন জারি করেছে।
Published : 06 Dec 2024, 03:56 PM
ঢাকা মহানগরের সাবেক পুলিশ কমিশনার মো. মাইনুল হাসানকে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে পদায়ন করা হয়েছে।
আর ট্যুরিস্ট পুলিশের দায়িত্বে থাকা মো. আবু কালাম সিদ্দিককে ঢাকা শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত আলাদা আলাদা প্রজ্ঞাপন জারি হয়েছে।
পুলিশের বিভিন্ন পর্যায়ের ১৪ জনের পদ রদবদল করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এ প্রজ্ঞাপন করে।
কর্মকর্তারা ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, উপ-পুলিশ কমিশনার ও পুলিশ সুপার পদমর্যাদার।
ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসানকে সরিয়ে অবসরে যাওয়া আরেক কর্মকর্তা শেখ মো. সাজ্জাত আলীকে দায়িত্ব দেওয়া হয় ২১ নভেম্বর।
যাদের কর্মস্থল বদল হয়েছে, তারা হলেন-
ডিএমপির সাবেক কমিশনার (বর্তমানে পুলিশ অধিদপ্তরে রিপোর্টকৃত) মো. মাইনুল হাসানকে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্ব), ঢাকা শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি কাজী মো. ফজলুল করিমকে পুলিশ অধিদপ্তরের ডিআইজি, ট্যুরিস্ট পুলিশের ডিআইজি মো. আবু কালাম সিদ্দিককে ঢাকা শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি, ডিএমপির যুগ্ম কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহানকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার এবং জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. দেলোয়ার হোসেনকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের উপ-পুলিশ মহাপরিদর্শক এস এন মো. নজরুল ইসলামকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) এবং অ্যান্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক সুলতানা নাজমা হোসেনকে ডিএমপির যুগ্ম কমিশনার করা হয়েছে।
এছাড়া ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ জসীম উদ্দিনকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার, টিডিএসের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামানকে ঢাকা পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার, বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলামকে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপ-পুলিশ কমিশনার, সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামানকে সিআইডির পুলিশ সুপার, সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিনকে সিআইডির পুলিশ সুপার, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
এ কর্মকর্তারা সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতি পান।