সিঙ্গাপুরের ন্যাশনাল আই সেন্টার এবং ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের তাদের চিকিৎসা হবে।
Published : 28 Jan 2025, 08:38 PM
জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনের সময় চোখে ও মেরুদণ্ডে গুলিবিদ্ধ দুই জনকে মঙ্গলবার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হযেছে।
এই দুই আহত হলেন- মহিউদ্দীন রাব্বী ও ঝিনাইদহের যুবদল নেতা ইমরান হোসাইন।
এক তথ্য বিবরণীতে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিঙ্গাপুর রওনা হন।
সেখানে ন্যাশনাল আই সেন্টার এবং ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের তাদের চিকিৎসা হবে।
চোখে গুলিবিদ্ধ হয়ে ইমরান হোসাইন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত ৫ অগাস্ট ঝিনাইদহে গুলিবিদ্ধ হন তিনি।
আর মেরুদণ্ডে গুলিবিদ্ধ মহিউদ্দিন রাব্বি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।