“পুরো সিস্টেম বন্ধ করে ওই এক পলিথিন সরাতে হয়েছে। তাতে ঘণ্টাখানেক সময় লেগেছে।”
Published : 31 Mar 2024, 09:46 AM
ঝড়ে উড়ে আসা পলিথিন ঢাকার মেট্রোরেলের বিদ্যুৎ লাইনে পড়ায় সপ্তাহের প্রথম দিন সকালে ট্রেন চলাচল বন্ধ ছিল এক ঘণ্টার বেশি।
রোববার সকালে ঝড়ো হাওয়ার মধ্যে ঢাকার ফার্মগেইট স্টেশনের কাছে বিদ্যুতের লাইনে পলিথিন উড়ে এসে পড়লে এই দুর্বিপাক ঘটে।
এমআরটি পুলিশের অতিরিক্ত সুপার মাহমুদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুরো সিস্টেম বন্ধ করে ওই এক পলিথিন সরাতে হয়েছে। তাতে ঘণ্টাখানেক সময় লেগেছে।”
উত্তরা উত্তর স্টেশন থেকে সকাল ৭টা ১০ মিনিটে দিনের প্রথম ট্রেনটি ছেড়ে এসেছিল। কিন্তু সেটি ফার্মগেইটে এসে আটকে যায়।
বিদ্যুৎ লাইন বন্ধ রেখে পলিথিন সরানোর পর সকাল ৮টা ৩৫ মিনিটে আবার ট্রেন চলাচল শুরু হয় বলে জানান এমআরটি পুলিশের কর্মকর্তা মাহমুদ খান।