উত্তরা থেকে আগারগাঁও অংশে ট্রেন চলবে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত। তবে আগারগাঁও থেকে মতিঝিল অংশে আপাতত ট্রেন চলবে সকাল আটটা থেকে বেলা ১১টা পর্যন্ত।
Published : 01 Nov 2023, 02:57 PM
আগামী শনিবার মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধনের দিন উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশেও ট্রেন চলাচল বন্ধ থাকবে।
এ কথা জানিয়ে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল জানিয়েছে, রোববার থেকে উত্তরা থেকে মতিঝিল রুটে দুটি অংশে ট্রেন চলাচলের সময় হবে আলাদা।
বুধবার ডিএমটিসিএলের উপ প্রকল্প পরিচালক তরফদার মামুদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার থেকে আগারগাঁও থেকে মতিঝিল অংশে শুক্রবার ছাড়া প্রতিদিন ট্রেন চলবে সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত। এই পথে ট্রেন ছাড়বে প্রতি ১০ মিনিট পরপর।
ট্রেনগুলো মাঝে কেবল সচিবালয় ও ফার্মগেট স্টেশনে থামবে। ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ, কারওয়ানবাজার ও বিজয়সরণী স্টেশনগুলো চালু হবে ধাপে ধাপে।
তবে আগারগাঁও থেকে উত্তরা উত্তর অংশে পিক এবং অফ পিক আউয়ারে আগের সূচি অনুযায়ীই ট্রেন চলবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।
এই রুটে রবি থেকে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত পিক আওয়ারে ট্রেন ছাড়ে ১০ মিনিট পরপর।
বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অফ পিক আওয়ারে ট্রেন ছাড়ে ১৫ মিনিট পরপর। বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত পিক আওয়ারে আবার ট্রেন ছাড়ে ১০ মিনিট পরপর।
শনিবার সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত অফ পিক আওয়ারে ট্রেন ছাড়ে ১২ মিনিট পরপর। বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত পিক আওয়ারে ট্রেন ছাড়ে ১০ মিনিট পরপর। শুক্রবার বন্ধ থাকে ট্রেন।
ঢাকার প্রথম এই মেট্রোরেলের রুট উত্তরার দিয়াবাড়ি থেকে কমলাপুর পর্যন্ত বিস্তৃত। এর মধ্যে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশটি ২০২২ সালের ২৮ ডিসেম্বর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরের দিন শুরু হয় যাত্রী পরিবহন।
প্রথম দিন কেবল দিয়াবাড়ি ও আগারগাঁও স্টেশন চালু হয়। পরে ধীরে ধীরে ৩০ মার্চের মধ্যে এই পথের ৯টি স্টেশনই চালু হয়।
মতিঝিল থেকে কমলাপুর অংশ ২০২৫ সালের মধ্যে চালুর লক্ষ্য ঠিক করেছে সরকার।
আগারগাঁও থেকে মতিঝিল অংশ উদ্বোধনের কয়েকটি তারিখ পেছানোর পর সবশেষ আগামী শনিবার উদ্বোধনের তারিখ ঘোষণা হয়েছে।
ঢাকায় সরকার ২০৩০ সালের মধ্যে মোট ছয়টি রুটে মেট্রোরেল চালুর ঘোষণা আছে। এর মধ্যে বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত অংশের কাজ শুরু হয়ে গেছে। এই রুটটি যুক্ত করবে পূর্বাচলকেও।
সাভারের হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত আরেকটি রুটের নির্মাণ কাজ উদ্বোধনের কথা ছিল গত ১০ সেপ্টেম্বর। সেটি পিছিয়ে গেছে।
গাবতলী থেকে দাঁশেরকান্দি পর্যন্ত রুটটিতে অর্থায়ন চূড়ান্ত হয়েছে। সেটি আগামী মার্চের মধ্যে চূড়ান্ত অনুমোদন পেতে পারে।
অন্য দুটি রুট হলো এমআরটি-৪ যেটি কমলাপুর থেকে যাবে নারায়ণগঞ্জের মদনপুরে এবং এমআরটি-২, যেটি গাবতলী থেকে নিউমার্কেট হয়ে যাবে নারায়ণগঞ্জের কলকুঁড়ি।
এটি যুক্ত করবে সদরঘাটকেও। তবে এই দুটির অর্থায়ন থেকে শুরু করে চূড়ান্ত নকশা, কিছুই এখনও ঠিক হয়নি।