ইয়াসমিন লিসা, মোহাম্মদ ইউছুফ, সাফকাত ফারুক সিজান ও সোহাগ বিশ্বাস বুধবার পর্বত অভিযানের উদ্দেশ্যে ঢাকা থেকে কাঠমান্ডু যাত্রা করবেন।
Published : 08 Oct 2024, 08:39 PM
চলতি মাসে নেপালের ইমজাৎ সে বা আইল্যান্ড পিক অভিযানে যাচ্ছেন পর্বতারোহীদের সংগঠন অভিযাত্রীর চার সদস্য।
সংগঠনটি মঙ্গলবার বিজ্ঞপ্তি দিয়ে বলেছে, ঢাকা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় বুধবার ইয়াসমিন লিসা, মোহাম্মদ ইউছুফ, সাফকাত ফারুক সিজান ও সোহাগ বিশ্বাস এই পর্বত অভিযানের উদ্দেশ্যে ঢাকা থেকে কাঠমান্ডু যাত্রা করবেন।
এই চার অভিযাত্রীর হাতে মঙ্গলবার জাতীয় পতাকা তুলে দেন ঢাকা ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “ইমজাৎ সে বা আইল্যান্ড পিক নেপালের সলুখুম্বু অঞ্চলে অবস্থিত হিমালয় পর্বতের অন্যতম একটি চূড়া। সমতল থেকে ৬ হাজার ১৬৫ মিটার উঁচু এই পর্বত অভিযান শুরু হবে আগামী ১২ অক্টোবর। সব কিছু ঠিকঠাক থাকলে মাসের শেষ নাগাদ আইল্যান্ড পিকের চূড়ায় দেশের পতাকা তুলে ধরবেন চার পর্বতারোহী।”
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঢাকা ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ কে এম শাহনেওয়াজ, উপ-ব্যবস্থাপনা পরিচালক এ এম এম মঈন উদ্দিন এবং দেশের প্রথম নারী এভারেস্ট জয়ী ও অভিযাত্রী সংগঠনের সহ-প্রতিষ্ঠাতা নিশাত মজুমদার উপস্থিত ছিলেন।