রোববার রাত ৩টার দিকে কালী মন্দিরের পুকুরপাড়ে এ ঘটনা ঘটে।
Published : 22 Oct 2023, 04:45 PM
রাজধানীর রমনা কালীমন্দিরের কাছে ছিনতাইকারীদের ছুরিকাঘাত ও মারধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী আহত হয়েছেন।
আহত শিক্ষার্থীরা হলেন- কারুশিল্প বিভাগের সৌরভ সরকার (২৫) ও ভাস্কর্য বিভাগের সুমিত সেন (২৩)। তারা দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের আবাসিক শিক্ষার্থী।
রোববার রাত ৩টার দিকে কালী মন্দিরের পুকুরপাড়ে এ ঘটনা ঘটে বলে জগন্নাথ হলের শিক্ষার্থী নির্ঝর জানান।
নির্ঝর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাতে মোটরসাইকেলে জগন্নাথ হলে যাওয়ার সময় কালী মন্দিরের কাছে ৮ থেকে ১০ জন ছিনতাইকারী সৌরভ ও সুমিতের রাস্তা আটকায়। তাদের মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে ছিনতাইকারীদের সঙ্গে ধস্তাধস্তি হয়।
"এক পর্যায়ে সৌরভের পেটে ছুরি চালায় ছিনতাইকারীরা এবং সুমিতের মাথায় আঘাত করে। “
এরপর ওই এলাকার কাছাকাছি থাকা পুলিশের সহযোগিতায় তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে নির্ঝর জানান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোরকে কলেন, আহত সৌরভ হাসাতালে চিকিৎসাধীন। সুমিতকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ডাক্তার ছেড়ে দিয়েছেন।