“আমরা জবাবদিহি দেখতে চাই,” বলেন অ্যান্টনি ব্লিনকেন।
Published : 18 Jan 2024, 11:39 AM
কানাডার এক নাগরিককের খুনের ঘটনায় নয়া দিল্লির গোয়েন্দাদের জড়িত থাকার অভিযোগের তদন্তে ভারতের সরকার কানাডার সঙ্গে সহযোগিতা করবে, যুক্তরাষ্ট্র এমনটা আশা করছে।
শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এক সংবাদ সম্মেলনে বলেন, “প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো যে অভিযোগগুলো তুলেছেন, তা নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। এই তদন্তে কানাডীয়দের সঙ্গে ভারতের কাজ করা গুরুত্বপূর্ণ হবে। আমরা জবাবদিহি দেখতে চাই।”
ট্রুডোর অভিযোগগুলো নিয়ে হোয়াইট হাউজ উদ্বেগ প্রকাশ করলেও ব্লিনকেন বিষয়টি নিয়ে এ পর্যন্ত মন্তব্য করা যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা।
সোমবার ট্রুডো বলেন, জুনে ব্রিটিশ কলম্বিয়ায় শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা হারদিপ সিং নিজ্জারের খুনের সঙ্গে ভারতীয় গোয়েন্দারা জড়িত আছেন, এ বিষয়ে কানাডার কাছে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য আছে। ভারত এই অভিযোগ অস্বীকার করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। এ নিয়ে অটোয়া ও নয়া দিল্লি কূটনীতিক বহিষ্কারের পাল্টাপাল্টি ঘটনাও ঘটিয়েছে।
ব্লিনকেন বলেছেন, “আমরা আমাদের কানাডীয় সহকর্মীদের সঙ্গে (বিষয়টি নিয়ে) খুব নিবিড়ভাবে পরামর্শ করছি, শুধু পরামর্শই করছি না এই বিষয়ে তাদের সঙ্গে সহযোগিতাও করছি।”
এ বিষয়টি নিয়ে কানাডার মিত্ররা এখনও পর্যন্ত তুলনামূলক সতর্ক দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র ও এর মিত্র শক্তিগুলোর চীনের বাড়তে থাকা প্রভাবের পাল্টা শক্তি হিসেবে ভারতকে দেখছে, অংশত সে কারণেই তারা এমন দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে।
কানাডা সরকারের নাম প্রকাশে অনিচ্ছুক ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, গোয়েন্দা তথ্যগুলোর বিষয়ে অত্যন্ত উঁচু পর্যায়ের বিশ্বাস ছাড়া ট্রুডো এসব অভিযোগ নিয়ে প্রকাশ্যে কথা বলতেন না। সংবাদ সূত্র: রয়টার্স
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)