বৃষ্টি হতে পারে কয়েকদিন

আবহাওয়া অধিদপ্তর বলছে, শনিবারের পর বৃষ্টি বাড়তে পারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Sept 2022, 08:36 AM
Updated : 29 Sept 2022, 08:36 AM

আকাশে দুদিন ধরে মেঘের আনাগোনার মধ্যে বৃহস্পতিবার এক পশলা বৃষ্টি নেমেছে রাজধানীতে।

আবহাওয়াবিদ ওমর ফারুক বলছেন, এরকম ব্জ্রসহ বৃষ্টিপাত হতে পারে আগামী তিন দিন; শনিবারের পর বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আবহওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী বিভাগের বেশকিছু জায়গাসহ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে।

এ বছর বর্ষা মৌসুমে জুলাই ও অগাস্টে স্বাভাবিকের চেয়ে অনেক কম বৃষ্টিপাত হলেও সেপ্টেম্বরে বৃষ্টিপাতের প্রবণতা দেখা গেছে বেশি। চলতি মাসে সাগরে দুই দফা লঘুচাপ সৃষ্টি হয়। লঘুচাপ কেটে যাওয়ার পর বৃষ্টির প্রবণতাও বেড়েছে।

শরতের শেষ সময়ে রাজধানীসহ দেশের কিছু কিছু জায়গায় এমন বৃষ্টি হচ্ছে। হেমন্তের আগমনের মধ্যে এ বৃষ্টি রাতের শেষভাগে হিম হিম ঠাণ্ডার আগমনী বার্তা নিয়ে আসছে।