জুলাই-ডিসেম্বর কিস্তি: স্কুল-কলেজে উপবৃত্তি বিতরণ শুরু

মোবাইল ও অনলাইন অ্যাকাউন্টে বিতরণ করা এই অর্থ উত্তোলনে কোনো ফি লাগবে না।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Feb 2023, 07:01 PM
Updated : 9 Feb 2023, 07:01 PM

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের উপবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের মধ্যে গত বছরের জুলাই থেকে ডিসেম্বর কিস্তির ৭৫১ কোটি ২ লাখ ৫২ হাজার ২০০ টাকা বিতরণ শুরু হয়েছে।

বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী দীপু মনি এ কার্যক্রম উদ্বোধন করেন বলে শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, মোবাইল ও অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে এই উপবৃত্তি পাবে শিক্ষার্থীরা। এই টাকা উপকারভোগী শিক্ষার্থীর অভিভাবকের অ্যাকাউন্টে সরাসরি বিতরণ করা হচ্ছে। এই অর্থ উত্তোলনে কোনো ধরনের চার্জ প্রযোজ্য হবে না।

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. কামাল হোসেন, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) আবদুন নূর মুহাম্মদ আল ফিরোজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।