“এ বিষয়ে কীভাবে একটা গ্রহণযোগ্য সমাধান তৈরি করা যায় সে বিষয়ে তারা সবাই কাজ করছেন।”
Published : 29 Jan 2025, 07:01 PM
নারীদের ফুটবল কোনোভাবে ব্যাহত হোক, তা সরকার চায় না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
মেয়ের ফুটবল খেলাকে কেন্দ্র দিনাজপুর ও জয়পুরহাটে মঙ্গলবার হাঙ্গামার ঘটনা প্রসঙ্গে তিনি বুধবার বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ কথা বলেন।
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় নারী ফুটবল খেলা বন্ধ করতে মাঠে দেওয়া টিনের বেড়া ভাঙচুরের অভিযোগ উঠেছে একদল লোকের বিরুদ্ধে।
আর দিনাজপুরের হাকিমপুর উপজেলায় নারী ফুটবল টুর্নামেন্ট বন্ধের দাবিতে ‘তৌহিদী জনতা’র সঙ্গে আয়োজক কমিটির সদস্যদের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হওয়ার পর টুর্নামেন্ট বন্ধ করে দেওয়া হয়।
এই দুই ঘটনা প্রসঙ্গে উপ প্রেস সচিব আজাদ মজুমদার বলেন, “বাংলাদেশ সরকার মনে করে নারীদের ফুটবল প্রমোট করা উচিত। তারা আমাদের সমাজের অংশ ও তারা আমাদের গর্ব। নারীদের ফুটবল কোনোভাবে ব্যাহত হোক, এটা সরকার চায় না। এজন্য প্রশাসন ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন সবার সাথে মিলে আন্তরিকভাবে এ বিষয়ে কাজ করবে।”
তারুণ্যের ক্রীড়া উৎসব চলছে জানিয়ে তিনি বলেন, তারুণ্যের ক্রীড়া উৎসবে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ধরণের খেলাধুলা হচ্ছে, সেমিনার হচ্ছে।
“দুটো জায়গায় আপনারা লক্ষ্য করেছেন সমস্যা হয়েছে। যদিও এ খেলাগুলো তারুণ্যের ক্রীড়া উৎসবের অংশ না। তবুও সরকারের পক্ষ থেকে বিষয়গুলো গুরুত্বের সাথে দেখা হচ্ছে, স্থানীয় প্রশাসনকে ব্যাপারটা গুরুত্বের সাথে দেখতে বলা হয়েছে। পাশাপাশি ফুটবল ফেডারেশনের সাথে আমরা কথা বলেছি, তারাও স্থানীয় পর্যায়ে কথা বলছেন। এ বিষয়ে কীভাবে একটা গ্রহণযোগ্য সমাধান তৈরি করা যায় সে বিষয়ে তারা সবাই কাজ করছেন।”
বর্তমান সরকার খেলাধুলায় তারুণ্যের ও নারীদের অংশগ্রহণ উদ্বুদ্ধ করে জানিয়ে উপ প্রেস সচিব বলেন, “আমাদের নারী ফুটবল দল আমাদের গর্ব। তারা সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে। নারী ফুটবল দলকে কীভাবে উজ্জীবিত করা যায় তা নিয়েও সরকার কাজ করছে।”