২০১৩ সালে দেশের প্রায় ২৬ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করা হয়।
Published : 10 Dec 2023, 07:39 PM
জাতীয়করণ করা প্রাথমিক বিদ্যালয়ের ৪১ জন শিক্ষককে প্রধান শিক্ষক পদে গেজেটভুক্ত করার নির্দেশ দিয়েছে হাই কোর্ট; ইতোপূর্বে যাদের সহকারী শিক্ষক হিসেবে গেজেটভুক্ত করা হয়।
রোববার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ এ রায় দেয়।
রায় ঘোষণার সময় রিট আবেদনকারীর আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সদ্য জাতীয়করণ করা প্রাথমিক বিদ্যালয়ের ৪১ জনকে জাতীয়করণ করার পূর্বের পদ প্রধান শিক্ষক পদে গেজেট প্রকাশের নির্দেশ দিয়েছেন হাই কোর্ট। সরকার ২০১৩ সালে দেশের প্রায় ২৬ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ তালিকায় আনে। পর্যায়ক্রমে উক্ত বিদ্যালয়গুলোর শিক্ষকদের ওই বছরের ১ জানুয়ারি থেকে সরকারী শিক্ষক হিসেবে নিয়োগ দিয়ে অফিস আদেশ জারি করে।
“জাতীয়করণের আগে যে শিক্ষকরা যে পদে নিয়োগ পেয়েছিলেন জাতীয়করণের পর তাদের স্ব স্ব পদে অর্থাৎ প্রধান শিক্ষকদেরকে প্রধান শিক্ষক হিসেবে এবং সহকারী শিক্ষকদেরকে সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ প্রদান করা হয়।”
২৬ হাজার স্কুলের দায়িত্ব নিল সরকার
তবে রিট আবেদনকারীরা প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পেলেও জাতীয়করণের পর তাদের প্রধান শিক্ষকের পরিবর্তে সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয় বলে তিনি জানান।
ওই আইনজীবী বলেন, রিটকারীরা এ আদেশে ক্ষুব্ধ হয়ে প্রধান শিক্ষক পদের গেজেট প্রদানের জন্য ওই রিট আবেদন করেন। রুলের শুনানি শেষে রোববার এটির চূড়ান্ত নিষ্পত্তি করে এ রায় দেন হাই কোর্ট।
বিভিন্ন বিদ্যালয়ের রিটকারী ৪১ জন শিক্ষকের মধ্যে রয়েছেন মো. সোহাগ হোসেন, আবুল কাশেম, মোসা. কুলসুম, তপন কুমার হাওলাদার ও শাহ ওয়ালিউল ইসলাম।